এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৫ জানুয়ারী :পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি প্রত্যাহারের পর থেকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে কট্টরপন্থী ইসলামি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) । এবার তারা পাকিস্থানের পাঞ্জাব প্রদেশে পাক গোয়েন্দা সংস্থার ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর এক বর্ষীয়ান আধিকারিকসহ ২ জনকে হত্যার দাবি করল । বুধবার টিটিপির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি একটি নিউজলেটারে ঘোষণা করেছেন,মঙ্গলবার তারা একজন পাকিস্তানি অফিসারকে হত্যা করা হয়েছে । তার দায় স্বীকার করছে টিটিপি । ওই চিঠিতে তিনি বলেছেন,গতকাল অর্থাৎ মঙ্গলবার তেহরিক-ই-তালেবান পাকিস্তানের একটি গোপন দল আইএসআই-এর ডেপুটি মুলতান নাভিদ সিদ্দিক এবং তার সহকর্মী নাসির ভাটকে পাঞ্জাবের খানওয়াল জেলার বাসমুল্লাহ হাইওয়েতে হত্যা করেছে ।’
ঘটনার কথা স্বীকার করে পাকিস্তানের পুলিশ জানিয়েছে,পাঞ্জাব প্রদেশের একটি হোটেলের বাইরে ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) দুই অফিসারকে গুলি করে হত্যা করা হয় । পাকিস্তানের কাউন্টার টেররিজম বিভাগও এক বিবৃতিতে এই দুই ব্যক্তিকে গোয়েন্দা আধিকারিককে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে, তবে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ভূমিকা নিশ্চিত করেনি তারা ।
জানা গেছে,আইএসআই-এর নিহত দুই কর্মকর্তা হোটেলে সন্দেহভাজন হত্যাকারীর সাথে দেখা করেন এবং তার সাথে এক চা পান করেন । প্রসঙ্গত, তেহরিক-ই-তালেবান পাকিস্তান আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সাথে সম্পৃক্ত একটি চরমপন্থী সংগঠন । গত বছর পাকিস্তান সরকারের সাথে এক মাসব্যাপী যুদ্ধবিরতি শেষ করেছে এবং দেশজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে । এমনকি পাকিস্থানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকজনকে হতাহত করেছিল টিটিপি ।।