এইদিন ওয়েবডেস্ক,খাইবার পাখতুনখোয়া,১৯ ডিসেম্বর : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় পুলিশের কাউন্টার-টেররিজম বিভাগের ভবন তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের(টিটিপি) দখলে চলে গেছে । ডন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বান্নুতে গভীর রাত পর্যন্ত টিটিপি ও সেনা-পুলিশের সংঘর্ষে দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন । ৮-১০ জন নিরাপত্তারক্ষীকে পনবন্দি করে রেখেছে টিটিপি যোদ্ধারা । তবে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ দাবি করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে ।
প্রতিবেদন অনুযায়ী,খাইবার পাখতুনখোয়া পুলিশের কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) লক আপে কয়েকজন ৩৫ জন টিটিপি ফিদায়িন যোদ্ধাকে আটক করে রাখা হয়েছিল । কিন্তু তারা রবিবার রাতে লক-আপ ভেঙ্গে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং নিরাপত্তা কর্মীদের অস্ত্রসস্ত্র কেড়ে নিয়ে তাদের পনবন্দি করে রাখে । এরপর টিটিপি যোদ্ধারা জঙ্গিরা ভবনটি দখল করে এবং নিরাপত্তা কর্মীদের উপর গুলি চালাতে শুরু করে । এতে একজন পুলিশ সদস্য এবং একজন সৈন্য আহত হয়।
জানা গেছে,খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী গিয়ে ঘটনাস্থলে গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে । স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে । এখনো পাকিস্থান বাহিনীর যৌথ অভিযান চলছে । পাশাপাশি টিটিপি যোদ্ধাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে পাকিস্থানের পুলিশ ও সেনা । টিটিপি যোদ্ধারা পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিয়েছে, তাদের বিমানে করে নিরাপদে আফগানিস্তানে পৌঁছে দিতে হবে । দাবি পূরণ না হলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে পাকিস্থানের পুলিশ ও সেনাবাহিনীকে ।।