এইদিন ওয়েবডেস্ক,করাচি,০৩ ফেব্রুয়ারী : শুক্রবার পাকিস্তানের করাচিতে আহমেদি মসজিদে হামলা চালালো কট্টর মৌলবাদী সংগঠন তেহরিক-ই- লাব্বাইক পাকিস্তান (টিএলপি) । মাথায় হেলমেট পরে এবং সঙ্গে মই এনে মৌলবাদীর দল সোজা করাচির জামশেদ রোডে আহমদী জামাত খাতার মসজিদের উপরে উঠে মিনার হাতুড়ি দিয়ে ভেঙে দেয় । পুলিশের সামনেই কট্টরপন্থীদের এই তান্ডব চলে ।
প্রসঙ্গত,ক্ষমতাসীন ইসলামপন্থীরা বিশ্বাস করে যে আহমদীরা মুসলিম নয়। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো একটি সাংবিধানিক সংশোধনী চালু করে আহমদী মুসলিম সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করেছিল । পরে জেনারেল জিয়া-উল-হক ১৯৮৪ সালে একটি অধ্যাদেশে আহমদী সম্প্রদায়ের মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার অধিকার এবং স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের স্বাধীনতা কেড়ে নিয়েছিল । তারপর থেকেই পাকিস্থানের সুন্নি সম্প্রদায়ের লাগাতার হামলার শিকার হচ্ছে তারা । অন্যদিকে তেহরিক-ই-লাব্বাইক (নবীর অনুসারীদের আন্দোলন) একটি চরমপন্থী সুন্নি গোষ্ঠী সংগঠন ।
দেখুন ভিডিও :-
বিগত এক মাসের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার আহমেদি মসজিদে হামলা চালালো টিএলপি । করাচির সদরে মোবাইল মার্কেটের কাছে সর্বশেষ আহমেদি মসজিদে হামলার ঘটনা ঘটে । দিন কয়েক আগে পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১০০ জনের মৃত্যুর ঘটনার পর এদিন করাচির আহমেদি মসজিদে হামলার ঘটনায় তোলপাড় পাকিস্থান ।।