এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১০ মে : প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা ইমরান খানকে গ্রেপ্তারের পর এবার প্রাক্তন বিদেশমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির ডেপুটি শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে । ইমরান খানের পর কুরেশি হলেন তৃতীয় তেহরিক-ই-ইনসাফ নেতা যাকে গ্রেপ্তার করা হল । এর আগে পাঞ্জাবের প্রাক্তন গভর্নর উমর চিমাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার রাতে তেহরিক-ই- ইনসাফ পার্টির সদস্য আলী জাইদিকেও সিন্ধু পুলিশ গ্রেপ্তার করেছে । বুধবার পাকিস্তানের একটি আদালত ইমরান খানকে আট দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ।
এদিকে ইমরান খানের গ্রেফতারির পর পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । পাঞ্জাব এবং খাইবার পশতুন প্রদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীকে ডাকা হয়েছে । তবে এদিনও পাকিস্তানের বিভিন্ন প্রদেশে হিংসাত্মক বিক্ষোভ প্রদর্শন করছে তেহরিক-ই- ইনসাফ পার্টির কর্মী ও সমর্থকরা ।।