জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০১ অক্টোবর : নিজের হাতেই দুর্গা মূর্তি তৈরি করে পূজো করছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা বছর বারোর শুচিব্রত শ্যাম । গুসকরার পিপি ইনিস্টিটিউশনের সম্পম শ্রেনীর পড়ুয়া শুচিব্রত । তার বাড়ি গলসীর চান্না গ্রামে হলেও বেড়ে ওঠা গুসকরা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জ্যাঠামশাই সুব্রত শ্যামের কাছে । সুব্রতবাবু সাংস্কৃতিক জগতের সুপরিচিত মুখ। বাবা দেবব্রত শ্যামেরও সাংস্কৃতিক জগতে আলাদা পরিচিতি আছে। দিদি শুচিস্মিতার পাশাপাশি শুচিব্রতর উপরেও পড়েছে পারিবারিক কালচারের প্রভাব । পড়াশোনায় মেধাবী শুচিব্রতর নেশা মূর্তি তৈরি করা । ছোট থেকেই আপন খেয়ালে সে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করার নেশায় মত্ত হয়ে ওঠে । তার এই শিল্পি সূলভ ভাবনায় রসদ জুগিয়েছে দিদি । সঙ্গে পরিবারের উৎসাহ তো রয়েছেই । শুচিব্রত বলে,’করোনার কারনে দু’বছর দূর্গাপূজো ঠিকমত উপভোগ করতে পারেনি । তাই এবারে ঠিক করেছি নিজেই দুর্গামূর্তি তৈরি করে পুজো করবো ।’
জানা গেছে,শুচিব্রতদের বাড়ির পাশেই দূর্গামূর্তি তৈরি করছিলেন জনৈক এক শিল্পি । সেখান থেকে মাটি এনে বাড়িতেই তৈরি করে ফেলেছে দেবী দুর্গার ছোট্ট মূর্তি । যদিও দুর্গার সন্তানরা নাই । মূর্তির মধ্যে অসাধারণ সৌন্দর্যের খোঁজ না পাওয়া গেলেও পাওয়া যাবে ছোট্ট ছেলের ভক্তির স্পর্শ। শহরের বিভিন্ন মণ্ডপে আলোর রোশনাই বা দৃষ্টি নন্দন সজ্জা থাকলেও নিজের সাধ্যমতো কাগজ দিয়ে তৈরি করেছে শিকল । ভাড়া বাড়ির অসম্পূর্ণ চিলে কোঠায় তৈরি হয়েছে মণ্ডপ । সপ্তমীর দিন যখন আশপাশের মণ্ডপে পূজো শুরু হবে এদিকে তখন পুরোহিত বেশে দেখা যাবে শুচিব্রতকে । সে বলে, ‘আমি তো মন্ত্রতন্ত্র জানি না । তাই মহালয়ার রেকর্ডিং মোবাইলে বাজাবো, তার পাশাপাশি দেবীকে ফুল অর্পন করবো ।’ এদিকে মহা সপ্তমীর পূজো শুরু হতে মাত্র কয়েক ঘন্টা বাকি । তাই দম ফেলার ফুরসৎ নেই শুচিব্রতর । অবশ্য মণ্ডপ সজ্জা থেকে পূজোর জন্য ফুলফল,বেলপাতা,গঙ্গাজল প্রভৃতি সংগ্রহ করতে সে তার দিদি শুচিস্মিতার সাহায্য পাচ্ছে ।
দেবব্রত বাবু বললেন, ‘আমার সন্তানকে কোনো কাজেই বাধা দিই না। সে তার জেঠুর মতই সৃষ্টির আনন্দে মেতে আছে। আমরাও চাই সে ঐভাবেই নিজের মত করে বড় হোক। ওর দিদিও ঠিক একইভাবেই বড় হচ্ছে। তাছাড়া ও বরাবরের মেধাবী ছাত্র। স্বাভাবিক ভাবেই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন ।’পরিবার সূত্রে জানা যাচ্ছে শুচিব্রত গত কয়েক বছর ধরে মূর্তি তৈরি করলেও বিষয়টি সামনে আসে গত বছর। তবে যেটুকু হয়েছে সবটুকুই তার নিজের চেষ্টায় ।।