শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৮ জুন : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে ডাম্পার-বাইক সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে । গুরুতর আহত আরও এক কিশোর । দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার মন্তেশ্বর থানার বসন্তপুর এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম জায়দুল সেখ(১৫) । তার বাড়ি মন্তেশ্বর থানার ভান্ডারপুর গ্রামে । আহত কিশোর রমজান সেখের(১৬) বাড়ি মেমারী থানার বড় পলাশন-১ অঞ্চলের গয়েশপুর গ্রামে । বর্তমানে সে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা আশঙ্কাজনক ।
জানা গেছে,জায়দুল সেখের আত্মীয় রমজান সেখ। শুক্রবার সকালে রমজানকে বাইকে চাপিয়ে বসন্তপুর গ্রাম থেকে কুসুম গ্রামের দিকে যাচ্ছিল জায়দুল । তারা বসন্তপুরে এলে বিপরীত দিক থেকে আসা একটা ডাম্পারের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই কিশোর রাস্তার উপর ছিটকে পড়ে । হেলমেট না থাকায় দুই বাইক আরোহী কিশোরের মাথায় গুরুতর আঘাত লাগে । খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে তাদের মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখানে জায়দুল সেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । গুরুতর আহত রমজান সেখকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
এদিকে ঘাতক ডাম্পারটি আটকে পথ অবরোধ শুরু করে দেয় স্থানীয় বাসিন্দারা । তারা রাস্তার উপর স্পীড ব্রেকার নির্মানের দাবি জানায় । অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানচলাচল ব্যহত হয় । পরে মন্তেশ্বর থানার আইসি ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ সেখ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় । পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করেছে ।।