এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট,২৯ সেপ্টেম্বর : পারিবারিক বিবাদের জেরে ১২ বছর বয়সী এক কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঝিলু গ্রামে । মৃত কিশোরের নাম ইজরায়েল শেখ(১৩)। এই ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৃত কিশোরদের প্রতিবেশী তথা এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম স্টপেজ শেখ (৪০) । আজ সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।
জানা গেছে,মঙ্গলকোটের ঝিলু গ্রামের বাসিন্দা আব্বাস শেখের ছেলে ইজরায়েল শেখ ৷ আব্বাস শেখের ভাই নয়ন শেখের সঙ্গে স্টপেজের বোনের বিয়ে হয়েছে । কিন্তু দুই পরিবারের মধ্যে বনিবনা হচ্ছিল না। ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে । স্টপেজের বোন তখন বাপেরবাড়িতে ছিলেন । নয়ন শেখকে দুপুরের খাবার বেড়ে দেন নয়নের বউদি রিজিয়া বিবি। বিষয়টি মেনে নিতে পারেনি স্টপেজ । এরপর সে একটি মোটা লাঠি নিয়ে আব্বাস শেখদের বাড়িতে চড়াও হয় । আব্বাস ও তাঁর স্ত্রী রিজিয়া বিবিকে সে ওই লাঠি দিয়ে পেটাতে শুরু করে । আব্বাসের দুই মেয়ে নাজিবা ও নাসিমা বাবা-মাকে বাঁচাতে গেলে তাদেরও পেটায় স্টপেজ শেখ । মারধরে ওই দুই কিশোরীও জখম হয় । এদিকে ইজরাইল তার বাবা মাকে মারতে দেখে বাঁচাতে ছুটে যায়। তাকেও বেধড়ক মারধর করে স্টপেজ ।
জানা গেছে,কিশোর ইজরাইলের মাথায় গুরুতর আঘাত লাগে । তাকে অচৈতন্য অবস্থায় নতুনহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় । কিন্তু বর্ধমান হাসপাতাল থেকেও ওই কিশোরকে কলকাতায় রেফার করস দেওয়া হয় । অবশেষে রবিবার গভীর রাতে সেখানেই মৃত্যু হয় তার৷
এই ঘটনায় স্টপেজ শেখ ও তার পরিবারের বিরুদ্ধে মঙ্গলকোট থানায় একটি এফআইআর দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে আজ পুলিশ স্টপেজ শেখকে গ্রেপ্তার করে ।।