এইদিন ওয়েবডেস্ক,বহরমপুর,০৮ ডিসেম্বর : দেহ ব্যবসায় নামানোর জন্য ১৫ বছরের এক কিশোরকে অপহরণ করে লাগাতার ধর্ষণ করা হচ্ছিল বলে অভিযোগ । থানায় অভিযোগ দায়ের হতেই ধর্ষক যুবক তার স্ত্রী,তাদের ১৫ বছর বয়সী কন্যা এবং একজন পরিচিত ৫৫ বছর বয়সী মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ । মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর এলাকার ঘটনা । ধৃতের বিরুদ্ধে ধর্ষণ অপহরণ ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ । শনিবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং নির্যাতিতা কিশোরীকে ভিন রাজ্যে পাচারের মতলব ছিল কিনা তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ ।
জানা গেছে,কাজ দেওয়ার অছিলায় নির্যাতিতা কিশোরীকে প্রথমে ডেকে পাঠানো হয় । তাকে আটকে রেখে দেহব্যবসায় নামার জন্য চাপ দিতে থাকে ধৃতরা । কিশোরী রাজ্য না হওয়ায় ধৃত যুবক তিন দিন ধরে কিশোরীর উপর পাশবিক নির্যাতন চালায় । কিন্তু কোনোভাবে কিশোরী তাদের হাত ফসকে বাড়ি ফিরে এসে ঘটনার কথা জানালে পরিবারের লোকজন বহরমপুর থানায় ধর্ষক যুবক তার স্ত্রী, তাদের ১৫ বছর বয়সী কন্যা এবং ৫৫ বছর বয়সী মহিলারা বিরুদ্ধে
বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেতেই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ । এর আগেই তারা কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট করেছিল কিনা তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।