এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৬ মার্চ : প্রেমিকের সঙ্গে যৌন মিলনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হল ১৭ বছরের এক কিশোরীর ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু থেকে কয়েক কিলোমিটার দূরে রামনগরা (Ramanagara) উপকণ্ঠে টাটাগুনি এস্টেটের কাছে । কিশোরী ও তার প্রেমিক(১৮) দু’জনেই কর্ণাটকের কাগগলিপুরার (Kaggalipura) পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা । কাগগলিপুরা পুলিশ নিহত কিশোরীর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ,পকসো এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,ওই কিশোর- কিশোরী এক সঙ্গে পড়াশোনা করত । সেই সময় তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে । ছেলে ও মেয়েটি পিইউসির প্রথম বর্ষে পড়তো । কিন্তু দু’জনেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় । প্রেমিক- প্রেমিকা কাগগলিপুরা থেকে কয়েক কিমি দূরে রামনগরা উপকণ্ঠে টাটাগুনি এস্টেটের কাছে একটি হোটেলে গিয়ে ওঠেছিল । সেখানে তারা যৌন সম্পর্কে মিলিত হয় । কিন্তু যৌন মিলনের সময় মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয় এবং মারা যায় । প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে প্রেমিকার প্রবল রক্তক্ষরণ দেখে প্রেমিক ঘাবড়ে গিয়ে বন্ধুদের ফোন করে সাহায্যের জন্য আবেদন জানায় । কিন্তু তার মধ্যেই মৃত্যু হয় কিশোরীর । পরে খবর পেয়ে কাগগলিপুর পুলিশ কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যাঙ্গালোর-মহীশূর সড়কের হাসপাতালে পাঠায় । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।