এইদিন ওয়েবডেস্ক,দুবাই,০৫ নভেম্বর : স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয় টিম ইন্ডিয়া । এই ম্যাচে ভারতের সামনে মাত্র ৮৬ রানের লক্ষ্য রাখে স্কটল্যান্ড । ভারত ৬.৩ ওভারেই ওই রান তুলে নেয় । এদিনের একতরফা ম্যাচে স্কটল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে ভারত । শুক্রবারের শুরুটা ভালোই গেছে বিরাট কোহলির । টি-২০ বিশ্বকাপে এই প্রথম টসে জিতলো টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন । টসে জিতে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন । প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ১৭.৪ ওভারে সমস্ত উইকেট হারিয়ে ৮৫ রান করে । ভারতের রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সামি ৩ টি করে উইকেট নেন ৷ জবাবি ব্যাটিং-এ ভারতের দুই ওপেনার ব্যাটসম্যান কেএল রাহুল ও রোহিত শর্মা ৩৯ বল খেলে দলকে জয় এনে দেন । রাহুল ১৯ বলে করেন ৫০ রান । অন্যদিকে ১৬ বলে ৩০ রান করেন রোহিত শর্মা ।
এদিনের বড় ব্যাবধানে জয়ের কারনে টিম ইন্ডিয়ার রান রেটেও বড় পরিবর্তন এসেছে । ভারতীয় দল এখন +১.৬২ রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে পৌঁছেছে । ভারতের ঠিক নিচেই রয়েছে আফগানিস্তান । আফগানিস্তানের রান রেট +১.৪৮১
। তার পরে +১.২৭৭ রান রেট নিয়ে রয়েছে নিউজিল্যান্ড ৷
এদিনের বড় ব্যাবধানে জয়ের কারনে ভারতের এখনও সেমিফাইনালে ওঠারও আশা জিইয়ে রইল । তবে অতটা মসৃণ নয় রাস্তা । কারন তার জন্য প্রথমত, আফগানিস্তানের কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে । এছাড়া ভারতকে গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ নামিবিয়াকে বড় ব্যাবধানে পরাজিত করতে হবে । তাহলেই একমাত্র সেমিফাইনালে যাওয়ার টিকিট পেতে পারে বিরাট কোহলিরা ।।