এইদিন ওয়েবডেস্ক,সাউথ আফ্রিকা,২৯ জানুয়ারী :
সাউথ আফ্রিকায় প্রথমবারের মতো আয়োজিত অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের হারিয়ে শিরোপার মুকুট জিতেছে শেফালী ভার্মার নেতৃত্বাধীন ভারত দল।
পচেস্টফ্রুমে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রবিবার টসে হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড । ভারতের মেয়েদের বোলিংয়ের সামনে কার্যত ধরাশায়ী হয়ে যায় ইংলিশ দল । ওপেনারদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। তিন নম্বরে নেমে নিয়াম হল্যান্ড ফেরেন মাত্র ১০ রানে । এরপর আর কোনো ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি । শেষে ৬৯ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস । দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ইংল্যান্ডের রায়ানা ম্যাকডোনাল্ড ।
ভারতের ঝুলন গোস্বামী ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ৷ মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন পার্শবী চোপড়ার । অর্চনা দেবী ১৭ রানে ২ উইকেট নেন । মান্নাত কাশ্যপ ১৩ রানে ২ উইকেট, শেফালি ভার্মা ১৬ রানে ১ উইকেট, সোনম যাদব ৩ রানে ১ উইকেট তুলে নেন ।
জবাবি ব্যাটিং করতে নেমে মাত্র ৭০ রানের লক্ষ্য সহজেই টপকে যায় টিম ইন্ডিয়া । শেফালি ভার্মার ইনিংসে ছিল একটি ৪ ও একটি ৬ । তিনি হান্না বেকারের বলে আউট হন । শেষে সৌম্য তিওয়ারি এবং গোঙ্গাদি ত্রিশা উভয়েই ২৪ রান করে দলকে সহজ জয় এনে দেন । তিনজন ইংলিশ বোলার একটি করে উইকেট নিয়েছেন ।
এদিকে সৌম্য তিওয়ারি উইনিং শট নেওয়ার মুহুর্তেই ভারতীয় দলের মধ্যে উদযাপন শুরু হয়ে যায় । খেলোয়াড়রা জাতীয় পতাকা নিয়ে মাঠের মধ্যে দৌড়াতে থাকেন । তাদের সঙ্গে যোগ দেন দর্শক আসনে বসে থাকা ভারতীয় জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া ও দলের অনান্য খেলোয়াড়রা ।।