এইদিন ওয়েবডেস্ক,নাগপুর,০৫ ফেব্রুয়ারী : হিন্দু ও জৈন রীতি অনুযায়ী অতিথিদের স্বাগত জানানোর জন্য কপালে তিলক লাগানো হয় । কিন্তু সেই তিলক লাগাতে অস্বীকার করলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার মহম্মদ সিরাজ এবং ওমরান মালিক । যদিও টিম ইন্ডিয়া দলে আরও দু’জন ব্যক্তি রয়েছেন যারা তিলক লাগাতে অস্বীকার করেছিলেন । কিন্তু মহম্মদ সিরাজ এবং ওমরান মালিক তিলক না লাগানোয় বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
দেখুন ভিডিও :-
আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের আগে মহারাষ্ট্রের নাগপুরের একটি হোটেল এসে পৌছোয় টিম ইন্ডিয়া । ভারতীয় দলের ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য সনাতনী রীতি অনুযায়ী হোটেলের রিসেপশনে ক্রিকেটারদের কপালে তিলক লাগিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছিল । ভিডিওতে দেখা গেছে প্রধান কোচ তথা প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় সহ বাকি খেলোয়াড়রা শ্রদ্ধার সঙ্গে কপালে তিলক লাগান । কিন্তু সিরাজের পালা এলে তিনি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন । ওমরান মালিককেও তার পদাঙ্ক অনুসরণ করতে দেখা যায় । কপালে তিলক না লাগানোয় অনেকে মহম্মদ সিরাজ ও ওমরান মালিকের সমালোচনা করেছেন । তবে তিলক লাগাতে অস্বীকার করা আরও দু’জনকে ছেড়ে শুধু সিরাজ ও ওমরানকে নিশানা করায় এনিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ ।।