এইদিন ওয়েবডেস্ক,চামরাজানগর,১৯ সেপ্টেম্বর : বিয়ের আগে এক মুসলিম যুবকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ছিল হিন্দু তরুনীর । বছর সাতেকের সেই সম্পর্ক ভেঙে তিনি বছর দুয়েক আগে অন্য কাউকে বিয়ে করেন । সেই আক্রোশে ব্যক্তিগত ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে তরুনীকে ব্ল্যাকমেল করতে শুরু প্রাক্তন প্রেমিক । ব্লাকমেলে অতিষ্ট হয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা । কর্ণাটকের চামরাজনগর (Chamrajnagar)-এর ঘটনা । পেশায় শিক্ষিকা ওই মহিলার অভিযোগ, তার প্রাক্তন প্রেমিক আব্দুল ওয়াসিম ও তার সহযোগী ময়ূর তার কাছে ১০ লক্ষ টাকা দাবি করছে এবং তার স্বামীকে তাকে ছেড়ে যাওয়ার জন্য ব্ল্যাকমেল করছে।
সংবাদপত্র কানাডা প্রভার প্রতিবেদন অনুযায়ী,আদবুল ওয়াসিম ও নির্যাতিতার সাত বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল । দুই বছর আগে ওই মহিলা অন্য কাউকে বিয়ে করেন । এই কারনে মহিলাকে তার স্বামীকে ছেড়ে তার সঙ্গে আসার জন্য চাপ দিচ্ছিল অভিযুক্ত । স্বামীকে ছেড়ে না গেলে তার ব্যক্তিগত ভিডিও ভাইরাল করার হুমকি দেন তিনি। অভিযুক্ত আব্দুল ওয়াসিম তার সহযোগী ময়ূরকে সঙ্গে নিয়ে ওই মহিলার স্বামী ও পরিবারের সদস্যদের কাছে তার গোপন ভিডিও পাঠায়।
স্বামীকে ছেড়ে না গেলে হিন্দু-মুসলিম সংঘর্ষ শুরু করার হুমকি দিয়েছিলেন আদবুল ওয়াসিম । ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না করার জন্য ১০ লাখ টাকা দেওয়ার দাবি জানান তিনি । টাকা না দিলে অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত ভিডিও ফুটেজ এলাকায় ব্যানার করে লাগানোর হুমকি দিয়েছিল। এ ব্যাপারে মহিলা সাইবার ইকোনমিক অ্যান্ড নারকোটিকস ক্রাইম থানায় (CEN) অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে ঘটনার তদন্ত করছে পুলিশ ।।