এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২৭ আগস্ট : এক পড়ুয়ার বইয়ের মলাটে ‘জয় শ্রী রাম’ লেখা ছিল । আর তার সেই অপরাধের জন্য মলাটটি কেড়ে নিয়ে ছিঁড়ে দেওয়ার পর ছাত্রকে মারধর করে মুসলিম শিক্ষক । বিষয়টি নিয়ে সংগঠনগুলির প্রতিবাদ করলে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাটি উত্তরপ্রদেশের ইটাহ জেলার দেহাত কোতোয়ালি এলাকার মারথরা গ্রামে অবস্থিত এসিসি স্কুলে । ধৃত শিক্ষকের নাম শাকির হুসেন ।
জানা গেছে,ক্লাস নেওয়ার সময় শিক্ষক শাকির হুসেনের নজরে পড়ে যে এক ছাত্রের একটি বইয়ের মলাটে ‘জয় শ্রী রাম’ লেখা আছে । এতে শাকির হুসেন চরম ক্ষুব্ধ হন । তিনি ছাত্রের বইয়ের মলাট ছিঁড়ে ফেলেন এবং তারপর ছাত্রটিকে মারধর করেন। ভুক্তভোগী ছাত্রটি বাড়িতে পৌঁছে পরিবারকে ঘটনাটি জানান। ঘটনায় ক্ষুব্ধ পরিবার মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) গ্রামবাসীদের সাথে স্কুলে পৌঁছে প্রতিবাদ করে । খবর পেয়ে বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য হিন্দু সংগঠনগুলিও সক্রিয় হয়ে ওঠে এবং প্রতিবাদ করে। অনান্য ছাত্ররা অভিযোগ করেছে যে ১৩ আগস্টও কিছু শিশুও বইয়ের মলাটে ‘জয় শ্রী রাম’ লিখেছিল, যার উপর শিক্ষক লাল রঙে চিহ্নিত করেছিলেন এবং ভবিষ্যতে তা না করার জন্য সতর্ক করেছিলেন।
ভুক্তভোগী ছাত্রের বাবা বলেছেন যে অভিযুক্ত শিক্ষক এর আগেও হিন্দু দেব-দেবীর নাম নেওয়ার জন্য শিশুদের হয়রানি করে আসছেন। পরিবার থানায় অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বর্তমানে পুলিশ অভিযুক্ত শিক্ষক শাকির হুসেনকে গ্রেপ্তার করে মামলার তদন্ত শুরু করেছে।।

