এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৬ ডিসেম্বর : বাংলাদেশের রংপুরের গঙ্গাচড়ার একটি আবাসিক মাদ্রাসার বিভিন্ন বয়সী সমস্ত ছাত্রীর সম্ভ্রম নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল ওই মাদ্রাসারই শিক্ষক সাজেদুল ইসলামের (২৮) বিরুদ্ধে । শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে এক বছর সাতেকের একটি মেয়েকে মাদ্রাসার মসজিদে ঝাঁট দেওয়ার নাম করে ডেকে ধর্ষণের চেষ্টার সময় হাতেনাতে ধরা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে । অভিযুক্ত সাজেদুল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামের বাসিন্দা।
বছর সাতেকের ওই ভুক্তভোগী মেয়েটির ঠাকুমা জানান, অভিযুক্ত শিক্ষক সাজেদুল ঝাঁট দেওয়ার বাহানায় মসজিদের ভেতর ডেকে নিয়ে যায় । তারপর সে শিশুটির ওপর যৌন নির্যাতনের চেষ্টা চালায় । বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই শিক্ষককে মাদ্রাসার ভিতরে আটকে রাখে ।
এই ঘটনাকে নিয়ে তোলপাড় পড়তেই মাদ্রাসার শিশুকন্যা থেকে সমস্ত কিশোরী পড়ুয়ারা একে একে মুখ খুলতে শুরু করে । অন্তত ১৮ জন মেয়ে জানায় যে তারা সাজেদুল ইসলাম তাদেরও লালসার শিকার বানিয়েছে । কয়েকজন তো অভিযোগ করে তারা গত কয়েক মাসে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে । এদিকে ওই শিক্ষকের কুকীর্তি চাওড় হতেই
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । স্থানীয় কেউ একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগী শিশুটির বাবা একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।।

