এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১১ ডিসেম্বর : শিক্ষককে “রাম রাম” বলে অভিবাদন জানানোয় এক একাদশ শ্রেণীর ছাত্রকে তিরস্কার ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ফলে হাথরাস জেলার পারসারার সাইমা মনসুর সরকারি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে । শুধু তাইই নয়, পড়ুয়ার পরিবারের সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে মহম্মদ আদনান নামে ওই শিক্ষকের বিরুদ্ধে । বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে হিন্দু সংগঠনগুলি স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং ঘটনায় জড়িত সকল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় । এরপরেই শিক্ষককে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ । এ বিষয়ে স্কুল প্রশাসন লিখিত ক্ষমাও চেয়েছে ।
হাতরাস জেলার চাঁদপা থানা এলাকার অন্তর্গত পারসারার সাইমা মনসুর সরকারি স্কুলটি আলিগড়ের নুরুল উলূম এডুকেশন সোসাইটি দ্বারা পরিচালিত। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ ডিসেম্বর ২০২৩) । একাদশ শ্রেণীর ওই পড়ুয়ার দাদা বলে পরিচয় দেওয়া গজেন্দ্র সিং সিসোদিয়া স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে বলেছেন,ভাই ক্লাসে শিক্ষক (মোহাম্মদ আদনান) এলে তাকে ‘রাম-রাম, স্যার’ বলে অভিবাদন করেছিল । শিক্ষক এর কোন উত্তর না দিয়ে ক্লাস শেষ করে চলে যান। শিক্ষক তার ভাইকে কোনো উত্তর না দিয়ে ক্লাস করে চলে যায় । ক্লাস থেকে যাওয়ার পর সে এই বিষয়ে অধ্যক্ষ সালমান কিদওয়াইয়ের কাছে অভিযোগ করে।
গজেন্দ্র সিসোদিয়ার অভিযোগ, শিক্ষক মহম্মদ আদনানের অভিযোগের পর প্রিন্সিপাল সালমান কিদওয়াই ক্লাসে আসে । এরপর সালমান কিদওয়াই আমার ভাইকে বলেন, ‘কী নোংরামি ছড়াচ্ছিস । ‘রাম-রাম’-এর মত বাজে কথা কেন বলছিস ? বইন#দ, আমরা আলিগড় থেকে শিক্ষকদের ডাকছি আর তোরা এখানে নোংরামি ছড়াচ্ছিস । স্কুলে কেউ রাম-রাম বলবি না। তিনি আরও দাবি করেন অধ্যক্ষ ছাত্রদের স্কুলে শুধুমাত্র ‘সালাম ওয়ালে কুম’ এবং ‘নমস্তে’ বলে অবিভাবন করার নির্দেশ দিয়ে চলে যায় । তার আরও অভিযোগ যে অভিযোগ জানাতে গেলে স্কুলের গেটম্যান তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তার ভাই ‘রাম রাম’ বলে অনুচিত কাজ করেছে বলে মন্তব্য করে ।
জানা গেছে,বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন । এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে সুর বদল করে ফেলেছেন স্কুলের অধ্যক্ষ সালমান কিদওয়াই । তিনি ‘রাম রাম’ অভিবাদনে আপত্তি জানানো শিক্ষককে বহিষ্কারের খবর জানিয়ে দাবি করেছেন তার স্কুলে ধর্মনিরপেক্ষ পরিবেশ রয়েছে । তবে হিন্দু সংগঠনগুলি দাবি তুলেছে শুধু শিক্ষকই নয়,স্কুলে অধ্যক্ষকেও বহিষ্কারের ।।