দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ নভেম্বর : মানুষের অসহতার সুযোগ নিয়ে চক্রবৃদ্ধি হারে মাসিক সুদের ফাঁদ পেতে বসেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কিছু অসাধু চক্র । আর সেই ফাঁদে পা দিয়ে সর্বস্য হারাচ্ছে সাধারণ মানুষ । সম্প্রতি এক সরকারী চাকুরিজীবির মর্মান্তিক পরিনতির কাহিনী সামনে এসেছিল কাটোয়া মহকুমার কেতুগ্রাম থেকে । চলতি বছরের অক্টোবর মাসের ২২ তারিখে কেতুগ্রামের সুদ কারবারীদের টাকার দিতে না পারায় ওই সরকারি কর্মীকে তুলে নিয়ে গিয়ে রেললাইনে বেঁধে রেখেছিল কারবারিদের গুন্ডাবাহিনী । তিনি প্রাণে বাঁচলেও ট্রেনের চাকায় কাটা পরে তাঁর একটি পায়ের হাঁটুর নিচের অংশ । ফের একই প্রকার ঘটনা প্রকাশ্যে এল কাটোয়া এলাকা থেকে ।
কাটোয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের হরিসভা পাড়ার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক অনিমেষ সরকার স্থানীয় কিছু সুদের কারবারিদের বিরুদ্ধে পুলিশের কাছে একটি অভিযোগ করেছেন । ওই সমস্ত অসাধু কারবারিদের হাত থেকে নিষ্কৃতি পেতে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই বলে তিনি জানিয়েছেন পুলিশকে । আর তাঁর এই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে কাটোয়া থানার পুলিশ । গ্রেফতার করা হয়েছে ৪ অভিযুক্তকে । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম পীযুষ কান্তি দে,সন্দীপ কোনার, চঞ্চল কুমার দে এবং মৃণাল কান্তি দে । কাটোয়া এলাকাতেই তাঁদের বাড়ি । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
অনিমেষ সরকার পুলিশকে জানিয়েছেন, ২০১৯ সালে এক সুদের কারবারির কাছ থেকে চক্রবৃদ্ধি হারে মাসিক সুদে ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন । বর্তমানে সুদে আসলে দশ লক্ষ টাকায় দাঁড়িয়েছে । ওই কারবারির হাত থেকে বাঁচতে ফের এক সুদের কারবারির ফাঁদে পড়ে যান তিনি । গত তিন বছরে তিনি মোট ৩০ লক্ষ টাকা শোধ করেছেন । তবুও ঋণ আর পরিশোধ হচ্ছে না । ঋণ পরিশোধ করতে গিয়ে তিনি ভিটে মাটি যাওয়ার উপক্রমণ হয়েছে । বাধ্য হয়ে তিনি সুদের কারবারিদের আর টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন । আর তারপর থেকে তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ ।
জানা গেছে,অনিমেষ সরকারের অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতারের পর কাটোয়া শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ । পুলিশের প্রাথমিকভাবস অনুমান সুদের কারবারের পিছনে একটি বড়সড় চক্র রয়েছে । তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,সুদের টাকা দিতে না পারায় অনেক মানুষ বাড়িঘর পর্যন্ত অসাধু কারবারিদের নামে লিখে দিতে বাধ্য হয়েছেন । কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক বলেছেন,কাউকে ছাড়া হবে না । প্রত্যেক সুদের কারবারিকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে ।।