• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতিতে ‘কষ্ট’, হিন্দু নির্যাতন নিয়ে মুখে কুলুপ,বামপন্থী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ‘ভন্ডামি’ ধরিয়ে দিলেন তরুনজ্যোতি তিওয়ারি

Eidin by Eidin
December 18, 2024
in কলকাতা, রাজ্যের খবর
বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতিতে ‘কষ্ট’, হিন্দু নির্যাতন নিয়ে মুখে কুলুপ,বামপন্থী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ‘ভন্ডামি’ ধরিয়ে দিলেন তরুনজ্যোতি তিওয়ারি
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ ডিসেম্বর : টালিগঞ্জের চলচ্চিত্র অভিনেতা, থিয়েটার অভিনেতা, গায়ক এবং পরিচালক অনির্বাণ ভট্টাচার্য ‘বামপন্থী’  বলে পরিচিত রাজনৈতিক মহলে । যদিও তিনি বছর তিনেক আগে আনন্দবাজারের কাছে ‘বামপন্থী’ রাজনীতির সঙ্গে যোগ থাকার অভিযোগ অস্বীকার করে বলেছিলেন,’বামপন্থার সঙ্গে কোনও দিনই আমার প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। বরং আমি রাজনীতির শিকার, এটা বলা যেতে পারে। গরিব, নীপিড়িত মানুষেরা যাতে ভাল থাকে, এটাই আমার রাজনীতি৷’ কিন্তু তিনি ফের একই সংবাদমাধ্যমে একটা সাক্ষাৎকারে দেশের বর্তমান নরেন্দ্র মোদীর সরকারকে ‘পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ’ বলে কটাক্ষ করেছেন, যে ভাষা সচারাচর বামপন্থীদের মুখেই শুনতে পাওয়া যায়৷ যাই হোক, তিনি বাংলাদেশের সঙ্গে বর্তমান তিক্ত সম্পর্কে ‘কষ্ট’ পেয়েছেন এবং এই তিক্ততার দায় উলটে কেন্দ্র সরকারের উপরেই চাপিয়েছেন । তবে তিনি বাংলাদেশের হিন্দুদের উপর অমানবিক নির্যাতন নিয়ে একটা শব্দ খরচ করেননি । টলিউডের অভিনেতার এই প্রকার ‘ভন্ডামি’র তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপির যুব মোর্চার সহ সভাপতি তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি । তিনি অনির্বাণ ভট্টাচার্যর এই প্রকার মানসিকতাকে ‘সংকীর্ণ চিন্তার পরিচায়ক’ বলে নিন্দা করেছেন । 

পত্রিকাটির অনলাইন সংস্করণের স্ক্রীন শর্ট এক্স-এ শেয়ার করেছেন তরুনজ্যোতি । ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি কষ্ট দেয়, নেতা বেছেছি আমরা, তাই দায় তো আমাদেরই!’ শীরোনামের ওই প্রতিবেদনে অনির্বাণ ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়, ‘ইদানীং ভারত-বাংলাদেশের মিষ্টি সম্পর্কে একটু যেন তিক্ততা। শিল্পী অনির্বাণকে ছুঁয়ে যায়? খারাপ লাগে?’ উত্তরে তিনি বলেন,’হ্যাঁ ছুঁয়ে যায়। খারাপ লাগে। কী বলব? আমরা আমাদের রাজনীতির দায়ভার দক্ষিণপন্থী নেতাদের হাতে তুলে দিয়েছি। পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ- আমরা এই করতেই তো পৃথিবীতে এসেছি। ঝামেলা বাঁধাতে, হাঙ্গামা তৈরি করতে। রাজনীতির এটা একটা মুখ। এটা করে সমাজের মধ্যে যত রকম অশান্তি, যত রকম ব্যবধান তৈরি করা যায়, করতে থাকো। আর মুনাফা লুটতে থাকো। ভোট লুটতে থাকো। শিল্পপতির টাকা বাড়তে থাকুক। সবাই জানে।’ 

টালিগঞ্জের ওই অভিনেতার এই প্রকার মন্তব্যের প্রতিক্রিয়ায় তরুনজ্যোতি তিওয়ারি লিখেছেন, ‘অনির্বাণ ভট্টাচার্যের বক্তব্যে ভারতের রাজনীতি এবং দক্ষিণপন্থী নীতির সমালোচনা থাকলেও, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর নিরবচ্ছিন্ন অত্যাচারের প্রসঙ্গটি সম্পূর্ণভাবে উপেক্ষিত। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে দীর্ঘদিন ধরে হত্যা, ধর্ষণ, মন্দির ভাঙচুর এবং সম্পত্তি দখলের মতো অপরাধের শিকার হতে হয়েছে, যা একটি ঐতিহাসিক এবং চলমান বাস্তবতা। এই নির্যাতনের ঘটনায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ দেশান্তরী হতে বাধ্য হচ্ছেন, যা কেবলমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণেই ঘটছে। কিন্তু এই বিষয়টি নিয়ে অনির্বাণের মতো বুদ্ধিজীবীরা নিশ্চুপ, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সংকীর্ণ চিন্তার পরিচায়ক।  এই বামপন্থী অভিনেতার কথা পড়ে মনে হয় যে বাংলাদেশের যাবতীয় ঘটনার জন্য ভারতবর্ষের সরকার দায়ী। ভাগ্য ভালো বলেনি যে বাংলাদেশের হিন্দু হত্যার পিছনেও ভারতবর্ষ দায়ী। আরেকটু পয়সা পেলে নিশ্চয়ই বলতো।’ 

তিনি আরও লিখেছেন,’বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর এই নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি রাষ্ট্রীয় অবহেলা এবং চরমপন্থীদের হাতে নিপীড়িত একটি জনগোষ্ঠীর আর্তনাদ। অথচ এ বিষয়ে যারা সরব হওয়ার কথা, তারা নিজেদের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান ধরে রাখতে চুপ থেকেছেন। প্যালেস্টাইনের মতো ইস্যুতে সোচ্চার হওয়া এসব বুদ্ধিজীবীর নিরবতা এই প্রশ্ন তোলে যে, তারা আদৌ সংখ্যালঘু অধিকার নিয়ে আন্তরিক, নাকি এটি শুধুই তাদের রাজনৈতিক বা আদর্শিক স্বার্থরক্ষার হাতিয়ার। বাংলাদেশের হিন্দুদের প্রতি এই বঞ্চনা এবং অবিচারের কথা বলা তাদের নৈতিক দায়িত্ব হওয়া উচিত ছিল।’ 

অনির্বাণ ভট্টাচার্যের বক্তব্যে ভারতের রাজনীতি এবং দক্ষিণপন্থী নীতির সমালোচনা থাকলেও, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর নিরবচ্ছিন্ন অত্যাচারের প্রসঙ্গটি সম্পূর্ণভাবে উপেক্ষিত। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে দীর্ঘদিন ধরে হত্যা, ধর্ষণ, মন্দির ভাঙচুর এবং সম্পত্তি দখলের মতো অপরাধের… pic.twitter.com/RzOMakgvxV

— Tarunjyoti Tewari (@tjt4002) December 18, 2024

উল্লেখ্য,বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয়ে সিপিএমের পলিটব্যুরোও একটা বিবৃতি জারি করেছিল । যাতে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার আবেদন জানানো হলেও হিন্দু নির্যাতনের জন্য ভারতের হিন্দুত্ববাদীদের ওপর যাবতীয় দোষ চাপিয়ে দিয়েছিল সিপিএম । সিপিএমের এই প্রকার মানসিকতার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যর মানসিকতার মধ্যে অনেকাংশে মিল খুঁজে পাওয়া যায় । আর সেই কারনেই বাংলার ওই অভিনেতার উপর বারবার বামপন্থী রাজনীতির ছাপ পড়ে ।। 

Previous Post

ভাতারে জোড়া খুনের ঘটনায় অকুস্থলে তদন্তে এলো ফরেনসিক দল

Next Post

আসামের কোকরাঝাড় এবং ধুবরি জেলা থেকে ৫ জইশ-ই-মোহাম্মদ সন্ত্রাসী গ্রেফতার করেছে এসটিএফ

Next Post
আসামের কোকরাঝাড় এবং ধুবরি জেলা থেকে ৫ জইশ-ই-মোহাম্মদ সন্ত্রাসী গ্রেফতার করেছে এসটিএফ

আসামের কোকরাঝাড় এবং ধুবরি জেলা থেকে ৫ জইশ-ই-মোহাম্মদ সন্ত্রাসী গ্রেফতার করেছে এসটিএফ

No Result
View All Result

Recent Posts

  • মমতা ব্যানার্জির ভাইঝিকে ঘুঘনি বিক্রির ব্যবসা করার জন্য ১০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী 
  • তৃণমূল ছাত্রপরিষদের ২ দলের  মধ্যে কর্তৃত্ব দখলের লড়াই ঘিরে উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজ 
  • একশ দিনের কাজ প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ, লোকসভায় পাস হল জি রাম জি বিল
  • “আমায় তো মেরে দিয়েছে, ডেথ সার্টিফিকেটটা দিন” : ভোটার তালিকায় মৃত দেখানো অভিমানী ব্যক্তির কান্ডে হতভম্ব পুরকর্মীরা 
  • রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে “ইনকিলাব মঞ্চ”-এর জিহাদিদের বিক্ষোভ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.