এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ মার্চ : ট্রেনে চড়কান্ডে তরুনীর পরিচয় প্রকাশ্যে আনা ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল জাতীয় জাতীয় মহিলা কমিশন- জানালেন বিজেপি নেতা ও আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি৷ এনিয়ে তিনি এক্স-এ জানিয়েছেন,’বালুরঘাট ট্রেন হেনস্থার ঘটনায় জাতীয় মহিলা কমিশনের সুয়োমোটো পদক্ষেপ । বালুরঘাট ট্রেনের ঘটনায় এক নাবালিকা কিশোরীর হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় মহিলা কমিশন (NCW) স্বতঃপ্রণোদিতভাবে (Suo-Motu) পদক্ষেপ গ্রহণ করেছে। কমিশন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে (SP) ৭২ ঘণ্টার মধ্যে Action Taken Report (ATR) পাঠানোর নির্দেশ দিয়েছে। এছাড়াও, কমিশন জানিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ফেসবুক আইডি থেকে ভিক্টিমের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে এবং অভিযুক্তের পক্ষ সমর্থন করে মেয়েটিকে মানসিকভাবে হেনস্থার চেষ্টা করা হয়েছে। ওইসব ফেসবুক পোস্টদাতাদের বিরুদ্ধে বিস্তারিত রিপোর্ট চেয়ে কমিশন কড়া পদক্ষেপ নিতে বলেছে। নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ রিপোর্ট না পাঠালে সমস্ত পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে তদন্তের মুখোমুখি হতে হবে। রাজ্য সরকারের কার্যকলাপ এবং পশ্চিমবঙ্গ প্রশাসনের নীরবতা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে হিন্দু মহিলারা সুরক্ষিত নয়।’
এর আগে ওই বৃদ্ধের কীর্তির প্রমান স্বরূপ নতুন একটা ভিডিও পোস্ট করেন তরুনজ্যোতি । তিনি লিখেছেন, ‘নবদ্বীপ থেকে মালদা গামী ট্রেনের ওই দাড়িওয়ালা বুড়ো নাকি নিরীহ? ভিডিও দেখে সিদ্ধান্ত নিন । যারা ওই লোকটাকে নিরীহ বলছেন তাদের সুস্থতা কামনা করি ।’
কিন্তু তরুনীর নাম ও ঠিকানা প্রকাশ্যে আনা মহঃ জিম নওয়াজ(Md Zim Nawaz) দাবি করেন,’ গতকাল সকালেই আমি আমার এক আত্মীয়ের মাধ্যমে অত্যন্ত ভদ্র স্বভাবের আক্রান্ত মাফিকুল ইসলাম সাহেবের সঙ্গে ফোনে কথা বলি। তাকে জিজ্ঞেস করেছিলাম, কিভাবে আপনার মোবাইলের ভিডিও ক্যামেরা অন হয়েছিল? তিনি আমায় বলেন,“গতকাল(৫ই মার্চ) সকাল আনুমানিক ৮:৩০টায়, মালদা যাওয়ার উদ্দেশ্যে ধুলিয়ান গঙ্গা স্টেশনে যাই। স্টেশনে আমি আমার বাইক পার্ক করি। নিরাপত্তার কথা ভেবে বাইক সহ সেই স্থানটির ভিডিও করার জন্য মোবাইল বের করে রেকর্ডিং বোতাম টিপি। এরপর ভুলবশত ভিডিও রেকর্ডিং অফ না করেই মোবাইলটি পকেটে ভরে নবদ্বীপ-বালুরঘাট ট্রেনে বসে পড়ি। আসলে মোবাইল সম্পর্কে আমি ততটাও সড়গড় নই। বেশকিছুক্ষণ পর মোবাইলটি পকেট থেকে বের করলে আমার সিটের উল্টোদিকে বসা মেয়েটি তার মুখের ভিডিও করার অভিযোগ করে আমার উপর আক্রমণ শুরু করে।” তবে তরুনজ্যোতি তিওয়ারির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ইচ্ছাকৃতভাবেই তিনি তরুনীর ভিডিও করছিলেন । বিষয়টি তরুনীর নজরে পড়লে তিনি বৃদ্ধকে থাপ্পর মারতে শুরু করেন৷।