• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর অভিযোগ জনৈক এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে

Eidin by Eidin
March 5, 2025
in রকমারি খবর
সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর অভিযোগ জনৈক এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে
7
SHARES
99
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

নাম সাদিয়া আক্তার(Sadiya Akht)  । ফলোয়ার্স ২.৯ কে । প্রোফাইলে বি আর আম্বেদকর ও মমতা ব্যানার্জির ছবি । তার প্রতিটি পোস্টে ঝড়ে পড়ছে হিন্দুদের প্রতি ঘৃণা । সেই সাথে প্রকাশ পাচ্ছে পশ্চিমবঙ্গকে মুসলিম অধ্যুষিত করার সঙ্কল্প । ওই ফেসবুক ব্যবহারকারী (প্রোফাইল লিঙ্ক : https:// www.facebook.com/sadiya.akhtar.509) দিনের পর দিন সাম্প্রদায়িকতার বিষ ছড়ালেও নিশ্চুপ রাজ্য পুলিশের সাইবার সেল । গত ১৫ ফেব্রুয়ারিতে সাদিয়া আক্তারের লেখা একটা পোস্টে পশ্চিমবঙ্গকে মুসলিম শাসিত রাজ্য করার সংকল্প দেখা গেছে । তার পোস্টের স্ক্রীন শর্ট শেয়ার করেছে ‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দাস’ নামে এক এক্স ব্যবহারকারী । ওই পোস্টে সাদিয়া আক্তার লিখেছে, ‘সকল মুসলিম ভাইদের কাছে অনুরোধ করছি বিবাহিত হিন্দু মহিলাদের টার্গেট করে তাদের গর্ভবতী করেন। এর ফলে আমাদের তাদের পিছনে আমাদের কোন অর্থ খরচ করা লাগবে না। আর যে সন্তান জন্ম গ্রহণ করবে সে একদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে। এইভাবে আমাদের মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে এবং পঃ বঙ্গ দখল করবো। কলেমার পতাকা উড়িয়ে ইসলামের বিজয় মিছিল করতে আমাদের আর সমস্যা হবে না।’ তার ফেসবুক প্রোফাইলে পোস্টটি পাওয়াও গেছে । 

⚠️ Terrõrists are planing to impregnate #Hindu married women then convert them to Islam. planning to take over West Bengal in India by increasing their population.#SaveBangladeshiHindus pic.twitter.com/vnQLB8skXq

— Voice of Bangladeshi Hindus 🇧🇩 (@VHindus71) March 4, 2025

তার আরও পোস্ট যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে রোষের সৃষ্টি করছে ৷ শিবলিঙ্গে কন্ডোম পড়ানো তৃণমূল সাংসদ সায়নী ঘোষের পোস্ট করা ছবি শেয়ার করে সাদিয়া আক্তার আজ লিখেছেন,’৩০ তারিখে জগন্নাথ এর মাথায় এমন কিছু দেখতে চাই। সকল মুসলিম এবং সকল হিজড়া হিন্দুরা এক হয়ে আমাদের আম্মু মমতা ব্যানার্জি এর নিকট আবেদন করতে হবে।মমতা ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা।’

দক্ষিণেশ্বরের ভবতারিনী মা ও মমতা ব্যানার্জির কালি সাজের ছবি পোস্ট করে মহিলা লিখেছেন,’হিন্দুদের কালী বনাম মুসলিমদের কালী সকল মুসলিম এক হয়ে আমাদের কালী আম্মু মমতা ব্যানার্জি কে জয়ী করতে হবে।’ তার অন্য একটা পোস্টে লেখা হয়েছে,’মমতা ব্যানার্জি পঃ বঙ্গে হিজড়া হিন্দুদের মা কালী আর মুসলিমদের আম্মু জান। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা।’ তিনি আরও লিখেছেন,’খেলা শুরু হয়ে গিয়াছে। মুসলিম বনাম হিন্দুদের । ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে শেষ হবে। ইনশাআল্লাহ। মুসলিমদের বিজয় হবে। ইনশাআল্লাহ।’

তার হিন্দুদের প্রতি ঘৃণার আরও একটা নজির হল মহাকুম্ভ স্নান নিয়ে তার বক্তব্য। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে মহাকুম্ভে স্নানের এক মহিলা ও এক পুরুষের ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন,’আমি আমার আম্মু জান মমতা ব্যানার্জি কে বলেছিলাম আপনি সকল হিজড়া হিন্দুদের বাদ দিয়ে শুধু মাত্র মুসলিমদের নিয়ে দল গঠন করেন। দেখুন হিজড়া হিন্দুদের অবস্থা। পঃ বঙ্গে হিজড়া হিন্দু গুলো আপনার মান সম্মান সব ধুলো মিশিয়ে দিলো। আপনি দেখেন কাদের কে বিশ্বাস করছেন। এখনো নির্বাচন অনেক সময় আছে। এর মধ্যে দলের বড় বড় পদ গুলো মুসলিমদের হাতে দিয়ে দেন। আমরা ছলে- বলে দল জিতবে দিবো। আর একটি ঘোষণা দিয়ে দেন নির্বাচনের পর প্রত্যেক মুসলমানকে ১০ টি করে হিন্দু হুর পাবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা।’

সাদিয়া আক্তার লিখেছেন,’আমি হজ্জ করে এসেছি। এখন থেকে পশ্চিমবঙ্গের সকল হিজড়া হিন্দুরা হজ্জ করতে যাবে। হজ্জে কোনদিন মানুষ মারা যায় না। আর ওটা মৃত্যু হজ্জ না। কুম্ভ স্নান হচ্ছে মৃত্যু কুম্ভ।’ তবে এখানেই শেষ নয়,মহাকুম্ভ নিয়ে সে আরও লিখেছে,’যে সকল হিন্দুরা কুম্ভ স্নান করতে পারি নাই, তাদের জন্য আমাদের আম্মু মমতা ব্যানার্জি সৌদি আরবের বাদশাহ এর নিকট থেকে হিন্দুদের জন্য বিশেষ অনুমতি নিয়েছেন হজ্জ করার জন্য যেখানে কোন টাকা খরচ না করে হিন্দুরা যেতে পারবে। তাই সকল হিন্দুদের বলছি হজ্জ এর জন্য প্রস্তুত নেন।’

মহিলা আসন্ন বিধানসভার নির্বাচনে এরাজ্যে তৃণমূলের জয়ের ভবিষ্যৎবাণী করে নিজের সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,’সকল মুসলিম ভাইদের জন্য অগ্রিম শুভেচ্ছা। ২০২৬ সালের ভোটে তৃণমূল মুসলিম কংগ্রেস দল বিশাল ব্যবধানে হিন্দুদের হারাবে। মুসলিম বনাম হিন্দুদের এই ভোটের যুদ্ধ মুসলিমদের অস্তিত্বের লড়াই। মাত্র ৭০ জন সৈনিক নিয়ে রাজ্য বিজয়ের গৌরব মুসলিমদের আছে। ৩২% মুসলিম ভোট আমরা পাবো । আর ২০% হিজড়া হিন্দুদের ভোট আমরা তৃণমূল মুসলিম কংগ্রেস পাবো। সর্বমোট ৫২% ভোট পেয়ে জয়ী হবো ইনশাআল্লাহ।মমতা ব্যানার্জি জিন্দাবাদ।’ তিনি লিখেছেন,’পঃ বঙ্গে অনেক বুথে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন করছে হিন্দুরা। এই হিন্দুদের বলে দিতে চাই ২০২৬ সালের নির্বাচনের পর তোদের মা বোন কিন্তু আমাদের গণি মতের মাল হবে। তখন তোদেরকে কেউ বাঁচাতে এগিয়ে আসবে না। তোদের বাবা ট্রাম্প ও আসবে না। তোরা মুসলিমদের এখনো চিনতে পারিস নাই। পৃথিবীর যত খারাপ কাজ হয় সব হিন্দুরা। সব গুলো কাফের শুধু আমাদের আম্মু মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি বাদে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ।’

অন্য একটা পোস্টে সে লিখেছে,’তৃণমূল কর্মীদের বলবো আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন যাতে করে হিন্দুদের কে আমরা মুসলিম ধর্ম গ্রহণ করাতে পারি। আর হিন্দুদের বুঝাবেন রাজ্যে কোন স্কুল থাকবে না সব গুলো মাদ্রাসা তৈরি করা হবে। তাই যত দ্রুত সম্ভব সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে ছেলে মেয়েদের মাদ্রাসা ভর্তি করাবেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।’ মহিলা আরও লিখেছেন,’২০২৬ সালের নির্বাচনে আবার ও বিশাল ব্যবধানে তৃণমূল মুসলিম দলের নিকটে পরাজিত হবে হিন্দু দল। এবারের বিজয় অন্যভাবে উদযাপন করা হবে। প্রত্যেক বুথে ৪ টি করে গরু জবাই করে কালো ভুনা করে খাওয়ানো হবে। তাই এখন থেকেই সকল মুসলিম যার যার বুথকে শক্তিশালী করে তুলতে হবে। কোন হিন্দু যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে সবাইকে লক্ষ্য রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা মুসলিম দলকে জিতিয়ে ছাড়বো।’ 

রমজান মাসে দোকান বন্ধ রাখার জন্য বাংলাদেশের জামাত ইসলামির একজন নেতার হ্যান্ড মাইকে নির্দেশের ভিডিও শেয়ার করে ওই মুসলিম মহিলা লিখেছেন,’আমরা পঃ বঙ্গে কি এইরকম ব্যবস্থা করা যায় কিনা ? সকল আলেম সমাজ এই বিষয়ে চিন্তা করার জন্য অনুরোধ করছি।’ বিজেপির প্রতি সাদিয়া আক্তারের মধ্যে চরম রোষ লক্ষ্য করা গেছে । একটা পোস্টে লিখেছেন,’জয় মাতা কালী। তুমি হিজড়া বিজিপি হিন্দুদের বিনাশ করো। বিজিপির শেষ রক্ত বিন্দু শেষ করে দাও। একটি তেঁতুল গাছ বড় হলে কাটতে অনেক সময় লাগে। যদি ছোট থাকতে বাম হাত দিয়ে তুলে ফেলা যায়। বিজিপির বড় থেকে ছোট শিশুদের বিনাশ করে দাও।’

চোপড়ায় মাদক ও অস্ত্র কারবারি তৃণমূল নেতাকে ধরতে গিয়ে মুসলিম মহিলাদের দ্বারা পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় ওই মহিলার প্রতিক্রিয়া হল,’পঃ বঙ্গ পুলিশে কি অবস্থা। নিরীহ মুসলিম মহিলাদের সাথে কি ব্যবহার করছে। হিন্দু মহিলারা খারাপ কাজ করলে কিছুই বলে না। এখন ধর্ম নিয়ে আমাদের আম্মু মমতা ব্যানার্জি দ্বিচারিতা করছে কেন?’

সাদিয়া আক্তারের কথায়, ‘২০২৬ সালের নির্বাচন তৃণমূল বনাম বিজিপি না। ২০২৬ সালের নির্বাচন মুসলিম v হিন্দু। তাই সকল মুসলিম এক হয়ে হিন্দুদের পরাজিত করে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হবে এবং গণিমতের মাল নিজেদের অধিকারে নিতে হবে।’   মহিলা নামের ওই ফেসবুক ব্যবহারকারী কে এবং কোথায় বাড়ি তা এইদিনের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি । তবে তার প্রতিটি পোস্ট যেভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে তা এক অর্থে বিপজ্জনক ।।

Previous Post

শিব স্তোত্র : শ্রী শিব আরতি

Next Post

পাকিস্তানে আত্মঘাতী হামলা, ১২ জন নিহত, ৩০ জন আহত ; এখনো চলছে তুমুল সংঘর্ষ

Next Post
পাকিস্তানে আত্মঘাতী হামলা, ১২ জন নিহত, ৩০ জন আহত ; এখনো চলছে তুমুল সংঘর্ষ

পাকিস্তানে আত্মঘাতী হামলা, ১২ জন নিহত, ৩০ জন আহত ; এখনো চলছে তুমুল সংঘর্ষ

No Result
View All Result

Recent Posts

  • ভাতারে বেহাল রাস্তা কেড়ে নিল বাইক আরোহীর প্রাণ, গুরুতর জখম আরও এক 
  • মালায়ালম অভিনেত্রীকে গনধর্ষণ ও হামলা মামলায় অভিনেতা দিলীপকে খালাস করে দিল কেরালার আদালত  
  • স্মৃতি মান্ধানা এবং পলাশ মুকুল  বিয়ে বাতিল হওয়ার পর একে অপরকে আনফলো করেছেন
  • “আল্লাহ ব্রিগেড” : রোহিঙ্গা ও বাংলাদেশিদের তৈরি সোমালি জলদস্যুদের আদলে অপহরণ নেটওয়ার্ক ; নিশানায় মূলত ভারতীয় প্রবাসীরা  
  • হিন্দু প্রেমিককে বিয়ে করে শিরোচ্ছেদের হুমকি পাচ্ছেন কেরালার কান্নুরের ফাতিমা ; সিপিএমের ধর্মনিরপেক্ষতার নামে ভন্ডামি নিয়ে প্রশ্ন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.