এইদিন ওয়েবডেস্ক,রাজৌরি,০২ জানুয়ারী : ফের টার্গেট কিলিং-এর ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে । রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের রাজৌরি (Rajouri) জেলার ডাঙরি (Dangri) গ্রামে দুই সন্ত্রাসবাদী পরপর ৩ টি বাড়িতে গুলি চালিয়ে ৪ জন নিরীহ নাগরিকের প্রাণ কেড়ে নিয়েছে । আহত হয়েছে আরও ৮ জন । পিটিআই জানিয়েছে, নিহতদের নাম সতীশ কুমার (৪৫), দীপক কুমার (২৩), প্রীতম লাল (৫৭) এবং শিশু পাল (৩২)। এদিকে আহতরা হলেন পবন কুমার (৩৮), রোহিত পন্ডিত (২৭), সরোজ বালা (৩৫), রিধাম শর্মা (১৭) এবং পবন কুমার (৩২) ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,রবিবার সন্ধ্যা ৭ টায় ডাংরি গ্রামের প্রথম গুলির শব্দ শোনা যায় । তারপর একের পর গুলির আওয়াজ পাওয়া যেতে থাকে । পুলিশ জানিয়েছেন,১০ জন গুলিবিদ্ধকে উদ্ধার করে রাজৌরির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল । কিন্তু ৩ জন হাসপাতালে আনার সময়েই মারা যায় । অন্য একজনের শরীরে একাধিক গুলি লেগেছিল । তাকে গুরুতরভাবে আহত অবস্থায় জম্মুতে এয়ারলিফ্ট করে আনার সময়েই মৃত্যু হয় । পুলিশের মহাপরিচালক মুকেশ সিং এএনআইকে জানিয়েছেন, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স ও সেনার যৌথ বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং দুই হামলাকারীর সন্ধান চালাচ্ছে ।।