এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৬ ডিসেম্বর : বাংলাদেশ হিন্দুদের জন্য কার্যত মৃত্যুফাঁদ হয়ে গেছে । সংখ্যাগুরু মুসলিমরা তাদের ইচ্ছামত হিন্দুদের উপর হামলা চালিয়ে মারধর,খুন,লুটপাট,ধর্ষণ এবং দেবদেবীর অবমাননা করলেও অপরাধীদের কোনো বিচার হচ্ছে না । একদিকে মুসলিম জনতা,অন্যদিকে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী মিলিতভাবে হিন্দুদের উপর লাগাতার নিপীড়ন চালিয়ে যাচ্ছে । এবারে খুন হলেন বাংলাদেশের খাগড়াছড়ি জেলার সমন্বয়ক সনাতন জাগরন মঞ্চের নেতা প্রান্ত দাশের মা চুমকি রানী দাস (৫০) । খাগড়াছড়ি সদরের মহিলা কলেজ রোডের রুখই চৌধুরী পাড়ার বাসিন্দা ওই মহিলাকে বাড়িতে ঢুকে নৃসংশভাবে হত্যা করে অজ্ঞাত আততায়ীরা । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টা নাগাদ । ঘাতকরা মহিলার গলায় থাকা সোনার চেন এবং কিছু অলংকার ছিনিয়ে নেয় । মহিলার মাথা সহ গোটা শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে, গলার তুলসীর মালা ছিঁড়ে ফেলছে সেখানে নখের দাগ দেখা গেছে । এমনকি তার ঘাড়ে পেরেকের চিহ্ন দেখা যায় – এটি তার পবিত্রতার চূড়ান্ত অবমাননা।
চুমকি রানী দাশ হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে টার্গেটেড কিলিং-এর ক্রমবর্ধমান জোয়ারের আর একটি শিকার । তার হত্যার ঘটনা, হিন্দুদের প্রতি মুসলিমদের লোভ এবং ঘৃণার এক অদ্ভুত মিশ্রণ বলে মনে করছে স্থানীয় সঙ্গে সংখ্যালঘুরা । তার স্বামী তপন কান্তি দাস এবং ছেলে ঘটনার সময় বাড়িতে ছিলেন না । চুমকিদেবীর মৃত্যুতে তারা অকল্পনীয় ক্ষতির সম্মুখীন হতে হয়েছেন । খাগড়াছড়িতে রাত নামার সাথে সাথে হিন্দুদের মধ্যে চরম আতঙ্ক কাজ করছে ।।