এইদিন ওয়েবডেস্ক,কুড়িগ্রাম,১৫ ডিসেম্বর : বাংলাদেশে ফের খুন হয়ে গেল এক হিন্দু ব্যক্তি । এবারে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শান্তিনগর এলাকায় অবস্থিত আকিজ সিগারেট কোম্পানিতে দায়িত্ব পালনের সময় ডাকাতদলের হাতে নৃশংসভাবে খুন হয়ে গেলেন তপন কুমার সরকার (৫০) নামে একজন নৈশপ্রহরী । তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া গ্রামের বাসিন্দা। তার মাথায় ধারাল অস্ত্র দিয়ে কোপানো হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় । রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা নাগাদ কোম্পানির অফিস প্রাঙ্গণ থেকে তার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে পুলিশ ।
জানা গেছে, শনিবার গভীর রাতে একটি ডাকাত দল “আকিজ” সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি করতে ঢোকে । সেই সময় নৈশপ্রহরী তপন কুমার সরকার ডাকাতদের বাধা দেন । তখন তাঁর ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় ডাকাতরা । একটা কোপ বসানো হয় তার মাথায় । তাতেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে ডাকাতরা অফিস থেকে বিভিন্ন মালপত্রসহ প্রায় ৩৪ লাখ টাকা লুট করে যায় ।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনশীল হওয়ায় কার্যত পথে বসেছে নিহত কুমার সরকারের পরিবার । স্বামীর লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী মোনা রানী। তিনি বলেন,’আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে শুধু নিজের দায়িত্ব পালন করছিল। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বলেন,’নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ডাকাতির সময় সংঘটিত একটি হত্যাকাণ্ড। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’হিন্দু সম্প্রদায়ের একজন সাধারণ নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করতে গিয়ে এমন নির্মম হত্যার শিকার হওয়ায় স্থানীয় হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।।

