এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২২ ডিসেম্বর : মন্দারমণির সমুদ্র সৈকতের একটা অভিজাত হোটেলে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার তৃণমূল নেতা আবুল নাসার (৩৪) ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তার বান্ধবী তনুশ্রী মুখার্জি ও ভাইপো আতাউর মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ । তনুশ্রী ব্যারাকপুরের বাসিন্দা । অন্যদিকে আমডাঙার আধহাঁটা পঞ্চায়েতের কাছারিয়া গ্রামের বাসিন্দা মৃত আবুল নাসার গ্রামেই বাড়ি অপর ধৃত আতাউর মন্ডলের । আজ ধৃতদের আদালতে তোলা হলে ৫ দিনের জন্য পুলিশ হেফাজত পাঠানো হয় ।
জানা গেছে,আমডাঙার আধহাঁটা পঞ্চায়েতের উপপ্রধান সুমাইয়া পারভিনের স্বামী আবুল নাসার । বৃহস্পতিবার তনুশ্রী মুখার্জি, আতাউর মন্ডল ও আরও এক বান্ধবীর সঙ্গে মন্দারমণির সমুদ্র সৈকতের একটা অভিজাত হোটেলে উঠেছিলেন তিনি । অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় অন্য এক বান্ধবীকে । আবুল নাসার ও আতাউর মন্ডলের সঙ্গে একই ঘরে থেকে যান তনুশ্রী মুখার্জি । প্রায় ৬ বছর আবুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তনুশ্রীর । আবুল বিবাহিত হলেও তনুশ্রী অবিবাহিত ।
শনিবার সকালে তনুশ্রীর কাছ থেকে ফোন পেয়ে হোটেলের ঘর থেকে আবুল নাসার ঝুলন্ত দেহ উদ্ধাএ করে মন্দারমণির কোস্টাল থানার পুলিশ । প্রথমে পুলিশ একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে । কিন্তু পরে শনিবার রাতে মৃত যুবকের মা তারুনা বিবি থানায় লিখিতভাবে খুন সন্দেহে একটা অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
জানা যায়,পুলিশকে ধৃত তনুশ্রী মুখার্জি জানিয়েছেন যে শনিবার ভোররাতে তিনি বাথরুমে গিয়েছিলেন । ফিরে এসে তিনি আবুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং থানায় ফোন করে বিষয়টি জানান । এদিকে মৃতের পরিবারের তরফে অভিযোগ দায়ের হতেই পুলিশ প্রাথমিকভাবে তনুশ্রী ও আতাউরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু তাদের কথাবার্তায় অসঙ্গতি থাকায় দু’জনকেই গ্রেফতার করা হয় ।
এদিকে কাঁথির আদালতে আইনজীবী ইকবাল হোসেন জানিয়েছেন,আবুল নাসার ও তনুশ্রী মুখার্জির প্রেমের সম্পর্ক ছিল। কোথাও বেড়াতে গেলে তনুশ্রীকেও সঙ্গে নিয়ে যেতেন । হোটেলে একই ঘরে থাকতেন । সম্প্রতি এই নিয়ে আবুলের সঙ্গে তার স্ত্রীর এনিয়ে ঝামেলা চলছিল বলেও জানান তিনি । এদিকে আজ রবিবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে মৃত তৃণমূল নেতার দেহের ময়নাতদন্ত করা হয়েছে । তবে এই মৃত্যুর রহস্যের জট এখনো খোলেনি । প্রেমে অশান্তি,ব্যবসায়ীক দ্বন্দ্ব, নাকি সম্পর্কের টানাপোড়েন প্রভৃতি বিষয়গুলি পুলিশকে ভাবাচ্ছে ।।