এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,১৬ ফেব্রুয়ারী : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেনাকর্তা পিটিয়ে মারলো তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকের (DMK) এক কাউন্সিলর ও তার দলবল ৷ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় । বছর আঠাশের ওই সেনা জওয়ানের নাম প্রভু (৩১) । পুলিশ জানিয়েছে, গত বুধবার ভেলামপট্টির সেনা কর্মকর্তা এম প্রভাকরণের (৩১) স্ত্রী প্রিয়া একটি পাবলিক কলের নিচে কাপড় ধুচ্ছিলেন। নাগোজানাহল্লি শহরের ১ নম্বর ওয়ার্ডের ডিএমকে-র কাউন্সিলর আর চিন্নাসামি (৫৮) তাকে কাপড় ধোয়ার বিষয়ে প্রশ্ন করেন । এনিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় । এরপর চিন্নাসামি ৮-৯ জনকে সঙ্গে করে প্রভাকরের বাড়িতে চড়াও হয় । লোহার রড দিয়ে সেনাবাহিনীতে থাকা তার ভাই প্রভু (২৮) এবং বাবা কে মাদাইয়া (৬০)কে তারা আক্রমণ করে। হামলায় গুরুতর আহত প্রভু মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
এই ঘটনায় প্রভাকরণ থানায় কাউন্সিলসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন । ঘটনার পর থেকেই অভিযুক্ত চিন্নাসামি, চিন্নাসামির ছেলে সি রাজাপান্ডি (৩০), এম মণিকন্দন (৩২), আর মাদায়ান (৬০) এবং কে বেধিপ্পান (৫৫) ও অন্য দুজন পলাতক ছিল । বুধবার বিকেলে পলাতকদের গ্রেফতার করা হয় ।।