এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,০২ ডিসেম্বর : অবৈধ বালি খনন সংক্রান্ত তদন্তের মাঝেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-এর এক আধিকারিককে গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ । অবৈধ বালি খনন সংক্রান্ত মামলায় তদন্তের অংশ হিসেবে ইডি তামিলনাড়ুর পাঁচ জেলা কালেক্টরকে তলব করার পরেই একজন ইডি আধিকারিককে গ্রেফতারে তামিলনাড়ু সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ।
ধৃত ইডি আধিকারিক অঙ্কিত তিওয়ারির বিরুদ্ধে রাজ্য সরকারের একজন কর্মচারীর কাছ থেকে ২০ লাখ টাকা ঘুঁষ নেওয়ার অভিযোগ তোলা হয়েছে । তদন্তের অংশ হিসাবে, তামিলনাড়ু পুলিশ তামিলনাড়ু পুলিশের সেন্ট্রাল এজেন্সির অফিস এবং ধৃত আধিকারিকের বাসভবনে তল্লাশি চালিয়ে কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। তামিলনাড়ুতে এই প্রথম কোনও ইডি আধিকারিককে গ্রেপ্তার করা হল । গ্রেফতারকৃত অঙ্কিত তিওয়ারিকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে । যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তামিলনাড়ুর ভিজিল্যান্স দাবি করেছে যে অবৈধ বালি খনন মামলায় আইনি জটিলতা থেকে নিষ্কৃতি দেওয়ার কথা বলে এক সরকারী আধিকারিকের কাছে ৩ কোটি টাকা দাবি করেছিলেন অঙ্কিত তিওয়ারি । পরে তা কমিয়ে ৫১ লাখ করা হয়। পুলিশের আরও দাবি যে অঙ্কিত তিওয়ারি সরকারি কর্মকর্তাকেও বলেছিলেন তিনি তার ঊর্ধ্বতনদের সাথে এনিয়স কথা বলে পরিমাণ কমিয়েছেন । প্রথম কিস্তি হিসাবে তিওয়ারিকে ২০ লাখ টাকা দেওয়া হয় । এরপর আর টাকা না পেয়ে সরকারী কর্মকর্তাকে তিনি হয়রানি করতে শুরু করেন বলে অভিযোগ । এখন দূর্নীতি মামলায় ইডির তদন্তকারী দলের এক আধিকারিককে গ্রেফতারে পর কেন্দ্র-রাজ্যের মধ্যে কোনো সংঘাত শুরু হয় কিনা সেটাই দেখার বিষয় ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে কৈরালি নিউজ ।