এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,১৬ সেপ্টেম্বর : আগামী কাল শনিবার(১৭ সেপ্টেম্বর ২০২২) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিন । দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রীর জন্মদিন বিভিন্নভাবে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে । তামিলনাড়ু বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে এক আকর্ষণীয় উদ্যোগ । নবজাতকদের ২ গ্রাম সোনার আংটি উপহার দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন করতে চলেছে তামিলনাড়ু বিজেপি । শুধু তাইই নয়,ওই দিন দরিদ্র মানুষদের মধ্যে মাছ বিলিও করা হবে বলে জানা গেছে ।
কেন্দ্রীয় মৎস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান বলেন,’আমরা চেন্নাইয়ের সরকারি হাসপাতাল আরএসআরএমকে বেছে নিয়েছি, যেখানে প্রধানমন্ত্রীর জন্মদিনে জন্ম নেওয়া সমস্ত শিশুকে সোনার আংটি দেওয়া হবে । প্রতিটি আংটি হবে প্রায় ২ গ্রাম সোনার । যার দাম পড়বে প্রায় ৫,০০০ টাকা করে ।’ ওইদিন হাসপাতালে ১০-১৫ টি শিশুর জন্ম হতে পারে বলে অনুমান স্থানীয় বিজেপি নেতৃত্বের । পাশাপাশি ওইদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নির্বাচনী এলাকাকে ৭২০ কেজি মাছ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি । প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় (PMMSY) ওই মাছ বিতরণ করা হবে বলে জানা গেছে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজধানী দিল্লিতেও রয়েছে ঠাসা কর্মসূচি । দিল্লি বিজেপি ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘সেবা পাখওয়াদা’ উদযাপন করবে । এই সময়ে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবিরসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে । বস্তিবাসীদের জন্য আয়োজন করা হবে দৌড় প্রতিযোগিতা ।।