এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,১৭ ফেব্রুয়ারী : আফগানিস্তান দখলের পর থেকে মধ্য এশিয়ায় কার্যত হুমকি হয়ে দাঁড়িয়েছে তালিবান,জাতিসংঘের কাছে এমনই উদ্বেগ প্রকাশ করল ভারত । সম্প্রতি ভারতীয় কূটনীতিকরা ‘Cooperation Between United Nations and the Collective Security Treaty Organization (CSTO)’-এর বৈঠকে অংশ নিয়েছিলেন । ওই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, ‘আফগানিস্তানে তালিবানের দখলদারিত্বের পর থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ,মাদক চোরাচালানের হুমকি বেড়েছে । মধ্য এশিয়ার দেশগুলোকে এর দিকে মনোযোগ দিতে হবে এবং নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে ।’ উল্লেখ্য, সিএসটিও গ্রুপে রয়েছে কিরগিজস্তান, কাজাখস্তান,আর্মেনিয়া,বেলারুশ ও তাজিকিস্তান ।
প্রসঙ্গত, কট্টরপন্থী সংগঠন তালিবানরা আফগানিস্তান দখলের পর থেকেই আন্তর্জাতিক ভাবে বেশ কয়েকট নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে । বিদেশী সহযোগিতা এবং আফগান সম্পদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে । এদিকে তালিবানরা বেহাল অর্থনৈতিক অবস্থা কাটিয়ে উঠতে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
কিন্তু গত বছর আগস্টে নিরাপত্তা পরিষদ এনিয়ে একটি প্রস্তাব পাস করা হয় । প্রস্তাবে বলা হয় আফগানিস্তানের তালিবান সরকারকে নিশ্চিত করতে হবে যে তারা নিজের দেশের মাটিতে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না । প্রস্তাবটির সপক্ষে ১৫ টি ভোটের মধ্যে ১৩ টি ভোট পড়ে । কেবল রাশিয়া ও চীন এই প্রস্তাবকে সমর্থন করেনি । এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় দিন দিন আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা আরও বেহাল হয়ে পড়ছে । তা থেকে ঘুরে দাঁড়াতে সন্ত্রাসবাদের পাশাপাশি মাদক চোরাচালানকে তালিবানরা উৎসাহ জোগাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক কুটনৈতিক মহল । আর যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ভারত ।।