এইদিন ওয়েবডেস্ক,গজনি,২৯ জুলাই : গজনি শহরের নোয়াবাদ এলাকায় মহরমের শোক পালনকারীদের শোভাযাত্রার উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছে তালিবান জঙ্গিরা গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের,আহত আরও অন্তত ১০ জন । আহতদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার আশুরার দিনে । শিয়া সম্প্রদায়ের দ্বারা আয়োজিত শোভাযাত্রাটি যখন গজনি শহরের ষষ্ঠ নিরাপত্তা জেলা থেকে শাহাদেহ ফোর্টের নওবাদের দিকে যাচ্ছিল, তখন শোভাযাত্রা লক্ষ্য করে আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তালিবান জঙ্গিরা । তবে গুলি চালানোর কারন সম্পর্কে কিছু জানায়নি সন্ত্রাসী গোষ্ঠী তালিবানরা ।
গজনীর প্রাদেশিক হাসপাতালের সূত্র জানিয়েছে, নিহতদের বেশিরভাগই মাথা ও পেটে গুলি লেগেছে । অন্যদিকে তালিবানরা আজ শনিবার ভোরের পর থেকে গজনি শহরে টেলিযোগাযোগ নেটওয়ার্কের পরিষেবা বন্ধ করে দেয় । যেকারণে কাবুল এবং বলখ সহ অন্যান্য প্রদেশেও টেলিযোগাযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে । প্রসঙ্গত,তালিবান চলতি বছর মহররম মাসে শোক পালনকারীদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে । মহরম পতাকা স্থাপনে বাধা দেওয়া থেকে শুরু করে শিয়ারা যেখানে অনুষ্ঠানটি উদযাপন করে, সেই স্থানগুলিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।।