এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৭ মে : একাধিক শিশুর ধর্ষণকারী কুখ্যাত সন্ত্রাসবাদী আব্দুল গনি হকবীনের (Abdul Ghani Haqbeen) সাজার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই মুক্তি দিল তালিবান । কান্দাহারের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার সময় একাধিক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আব্দুল গনি হকবীনের বিরুদ্ধে । কিন্তু আফগানিস্তানে শরিয়া আইন আনার জন্য অবদান রাখার যুক্তি দেখিয়ে ওই কুখ্যাত সন্ত্রাসবাদীকে মুক্তি দিয়েছেন তালিবানের অন্যতম সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা (Hibatullah Akhundzada) ।
ধর্ষক গনি হকবীন বাবা কুখ্যাত তালিবান কমান্ডার প্রয়াত মোল্লা সিরাজুদ্দিন হকবীন কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক জেলার সর্বোচ্চ শাসক ছিলেন । সিরাজুদ্দিনের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে ক্ষমতা দখল করেন তার ছেলে আব্দুল গনি হকবীন । ক্ষমতায় থাকাকালীন একের পর এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে গনি হকবীনের বিরুদ্ধে । এরপর অনিচ্ছা সত্ত্বেও ২০২২ সালের শেষের দিকে তাকে গ্রেফতার করে জেলে পাঠাতে বাধ্য হয় তালিবান । গত বৃহস্পতিবার হকবীনর মুক্তির পর তার সমর্থকরা তাকে মালা পরিয়ে অভ্যর্থনা জানায় । পাশাপাশি বন্দুকের গুলি ছুড়ে তার মুক্তি উদযাপন করে তালিবান জঙ্গিরা । অন্যদিকে হকবীনের মুক্তির বিরুদ্ধে প্রতিবাদও শুরু হয়ে গেছে । কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন,’তালিবান শুধু নিরীহ গরীব মানুষদেরই সাজা দিতে জানে ।’।