এইদিন ওয়েবডেস্ক,বাদাখসান,২২ অক্টোবর : ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের(এনআরএফ) ৮ সদস্যকে গুলি করে মেরে শাস্তি দিল তালিবান । ওই ৮ জনকে আফগানিস্তানের উত্তর-পূর্ব বাদাখসান (Badakhsan) প্রদেশে বন্দি রাখা হয়েছিল । মৃত্যুদণ্ডপ্রাপ্ত যোদ্ধাদের মধ্যে রয়েছেন আবদুল হামিদ মুজাহিদ (Abdul Hamid Mujahid) নামে একজন এনআরএফ কমান্ডার । তিনি একজন প্রাক্তন তালিবান কমান্ডার ছিলেন । সম্প্রতি ১০ অনুগামীকে নিয়ে এনআরএফের যোগ দিয়েছিলেন ।
গত শুক্রবার (২১অক্টোবর ২০২২) বাদাখসানের (Badakhsan) মাইমায় (Maimay) জেলার তাংশেউই (Tangshewi) এলাকায় তালিবানদের বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্রসস্ত্র ফুরিয়ে যাওয়ার পর এই যোদ্ধাদের আটক করা হয় । পরে বাদাখশানের তালিবানের গভর্নর মাওলাভি আমানউদ্দিন মনসুরের (Mawlawi Amanuddin Mansour)কাছ থেকে আদেশ পাওয়ার পর যুদ্ধবন্দীদের মৃত্যুদন্ড কার্যকর করা হয় ।
উল্লেখ্য, গত কয়েক মাসে পাঞ্জশির, বাঘলান, তাখার এবং বাদাকশান প্রদেশে তালিবান এবং এনআরএফ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই চলছে । ক্ষমতাসীন তালিবানরা এনআরএফ সদস্যদের দমন করার জন্য বিদেশী যোদ্ধাদেরও ব্যবহার করে বলে জানা গেছে । শুক্রবার বাদাখসানে এনআরএফের বিরুদ্ধে এই লড়াইয়ে তালিবান হেলিকপ্টার ব্যবহার করেছিল । ওই লড়াইয়ে তালিবান বাহিনীর ১২ জন নিহত এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছিল বলে জানা গেছে ।।