এইদিন ওয়েবডেস্ক,পঞ্জশির,১২ মে : পঞ্জশির প্রদেশের বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের ভবনটিকে একটি ‘জিহাদি প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা । গত বুধবার তালিবানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আন্নাবা জেলার দাশতাক এলাকায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি খোলা হয়।এর আগে পঞ্জশির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভবনের একটি অংশ ডরমেটরি হিসেবে ব্যবহার করত। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্রাবাস সম্পর্কে তালিবান কি সিদ্ধান্ত নিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
এর আগে তালিবান নিয়ন্ত্রিত বাখতার বার্তা সংস্থা আফগানিস্তানের আন্নাবা জেলায় একটি জিহাদি স্কুল প্রতিষ্ঠার কথা জানিয়েছিল । তালিবানের স্থানীয় কর্তৃপক্ষ পঞ্জশিরে একটি জিহাদি স্কুল প্রতিষ্ঠাকে তাদের শাসন রক্ষার একটি পদক্ষেপ বলে অভিহিত করেছে । এই বিদ্যালয়ে এক হাজার শিক্ষার্থী নিয়োগের কথা রয়েছে । শিক্ষার্থীদের শরিয়া আইন কানুনে পারদর্শী করার পাশাপাশি অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে ।
সন্ত্রাসবাদী সংগঠন তালিবান আফগানিস্তানে তাদের আধিপত্য বিস্তারের পর থেকেই দেশকে কট্টর ইসলামি মৌলবাদী দেশ হিসাবে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে । তালিবানের কট্টরপন্থী মানসিকতার সবচেয়ে বেশি শিকার হয়েছে সাধারণ আফগান মহিলারা । মহিলাদের ষষ্ঠ শ্রেনীর উর্ধে স্কুলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে । মেয়েদের একা ভ্রমণ,পার্ক ও রেস্টুরেন্টে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । আপাদমস্তক ঢাকা বোরখা বাধ্যতামূলক করেছে তালিবান । ফলে ভয়ে মুখ না খুললেও,তালিবানের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আফগানিস্তান জুড়ে ।।