এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৪ সেপ্টেম্বর : আফগানিস্তানের পঞ্জশির প্রান্তে তালিবান ও জাতীয় প্রতিরোধ বাহিনীর (National Resistance Force) মধ্যে লড়াই অব্যাহত । এরই মধ্যে এনআরএফ দাবি করেছে, কাবুল ও পঞ্জশিরের মধ্যবর্তী খাবক নামে একটি স্থানের ৮ কিমি এলাকা জুড়ে হাজার খানেক তালিবানীদের তারা ঘিরে ফেলেছে ৷ ইতিমধ্যে ২০০ সন্ত্রাসবাদী আত্মসমর্পণ করেছে । পাশাপাশি বিভিন্ন জায়গায় চলা লড়াইয়ে ৪৫০ তালিবানের মৃত্যুও হয়েছে বলে দাবি করা হয়েছে ।
পার্শ্ববর্তী পারওয়ার প্রদেশের রাজধানী চারিকারের দখল নিয়ে ফেলেছে এনআরএফ । জবল সরাজ নামে একটি জায়গায় আত্মসমর্পণকারী তালিবানদের বন্দুকের স্তুপের ছবি প্রকাশ্যে আনা হয়েছে । আত্মসমর্পণকারীদের মধ্যে ১৭০ জন তালিবানি এনআরএফ-এ যোগ দিয়েছে বলে দাবি করা হয়েছে । পঞ্জশির প্রান্তে ব্যাপক ক্ষতির কারনেই তালিবান সরকার গঠন করতে দেরি করছে বলে দাবি করেছে এনআরএফ ।
উল্লেখ্য,পঞ্জশিরে আহমদ মসুদ ও আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ওমরুল্লাহ সালেহর নেতৃত্বে তালিবানের মুকাবিলা করছে এনআরএফ । আসরফ গনির দেশত্যাগের পর ওমরুল্লাহ সালেহ নিজেকে দেশের রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন । তিনি ট্যুইটারে দাবি করেন,তালিবানরা পাঞ্জশিরে মানবিক সাহায্য বন্ধ করে দিয়েছে । এখানে যাতায়তকারী মানুষদের ধরে ধরে তল্লাশি চালানো হচ্ছে । এছাড়া পাঞ্জশিরের মানুষদের জোর করে ল্যান্ডমাইন সরাতে বাধ্য করানো হচ্ছে ।
পাশাপাশি তাঁর অভিযোগ, ‘যে হাসপাতাল বিগত ২৩ বছর ধরে তালিবানদেরও চিকিৎসা পরিষেবা দিয়ে গেছে সেই হাসপাতালে রোগীদের ওষুধ সরবরাহ বন্ধ করা হচ্ছে । তিনি তালিবানের এই সন্ত্রাসী আচরণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘসহ সকল বিশ্বনেতাদের কাছে আবেদন জানিয়েছেন । এদিকে আহমেদ মাসুদ (Ahmad Massoud) বলেছেন, ‘আমি আমার স্বাধীনতা এবং ন্যায়বিচারের সংগ্রাম কখনই ছাড়ব না ।’।