এইদিন ওয়েবডেস্ক,কান্দাহার,২৪ মে : মামুলি অপরাধে ৬ জনকে প্রকাশ্যে নৃশংসভাবে বেত্রাঘাত করল আফগানিস্তানে কান্দাহার প্রদেশের তালিবানের জঙ্গিরা । বুধবার সকাল ৯ টা নাগাদ কান্দাহার শহরের “আহমদ শাহী” ফুটবল মাঠে ওই ৬ জনকে নিয়ে যাওয়া হয় । তার আগে তালিবানের আমন্ত্রণে শাস্তি দেখতে হাজার খানেক মানুষ জড়ো হয়েছিল । সকলের সামনে ওই ৬ ব্যক্তিকে নৃশংসভাবে বেত দিয়ে চাবকানো হয় । জানা গেছে,সাজাপ্রাপ্তদের মধ্যে ৫ জনকে পায়ুকামিতা আইন বা সডোমি আইনে দোষী সব্যস্ত করা হয়েছে । তাদের প্রত্যেককে ৩০ থেকে ৪০ বার করে বেত্রাঘাত করা হয় । ষষ্ঠজনের অপরাধ হল সে তালিবানের বিচারের আওতায় থাকা একজন মহিলাকে পালাতে সাহায্য করেছিল । তাকে ৪০ বারের অধিক বেত্রাঘাতের নির্দেশ দিয়েছিল তালিবানের আদালত।
এদিন সকালে শাস্তি পর্ব চলার সময় দর্শকদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় তালিবান জঙ্গিরা । ফলে চাবকানোর দৃশ্যের ছবি কেউই সংগ্রহ করতে পারেনি । তালিবানরা সাংবাদিকদেরও আমন্ত্রণ জানিয়েছিল । কিন্তু শাস্তির ছবি তোলার অনুমতি সাংবাদিকদের দেওয়া হয়নি । পাশাপাশি শাস্তির প্রক্রিয়ার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার বিষয়েও আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছিল তালিবানরা । ফলে ভয়ে কেউ গোপনে ছবি বা ভিডিও তোলার সাহস করেনি ।
উল্লেখ্য,সাধারণ আফগানিদের জন্য এমন অমানবিক আইন জারি করা হলেও একই অপরাধে তালিবান নিজেদের জন্য আইন লঘু করে রেখেছে । একাধিক মহিলাদের সাথে অবৈধ সম্পর্কে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি একজন তালিবান জঙ্গি গ্রেফতার হয়েছিল । কিন্তু কয়েক দিন পরেই তাকে মুক্তিও দিয়ে দেয় তালিবানের আদালত ।।