এইদিন ওয়েবডেস্ক,বাদাখশান,৩০ জানুয়ারী : ‘সালাম’ না করার কারণে কিশোরকে পিটিয়ে আধমরা করে দিল তালিবান জঙ্গিরা । আফগানিস্তানের বাদাখশান প্রদেশের বাহারাক জেলার ঘটনা । স্থানীয় সূত্র বলছে যে সোমবার সন্ধ্যায় ওই কিশোর জেলায় তালিবান গোয়েন্দাদের পরিচালক কারি মাহফুজের সামনে চলে এসেছিল । কিন্তু সে ‘সালাম ওয়ালেকুম’ না বলেই চলে যাওয়ার চেষ্টা করলে তালিবানের জঙ্গিরা তাকে নির্মমভাবে মারধর করে । যখন কিশোরের নাম পায়ন্দেহ মোহাম্মদ ।
জানা গেছে, বছর ষোলোর কিশোর পায়ন্দেহ মোহাম্মদ সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে গিয়েছিল । আর তখনই সেখানে উপস্থিত হয় তালিবান গোয়েন্দাদের পরিচালক কারি মাহফুজ। কিন্তু সে মাহফুজকে ‘আসসালামু আলাইকুম’ না বলি বাড়ি ফিরে আসছিল । আর তার এই অপরাধে মাহফুজের নিরাপত্তার দায়িত্বে থাকা তালিবান জঙ্গিরা তাকে আটকে ভরা বাজারের মধ্যে নির্মমভাবে পেটায় ৷
সূত্রের খবর, মারধরের কারণে কিশোরের মাথায় গুরুতর আঘাত লাগে । সে জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় বাহারক হাসপাতালে ভর্তি করে । বর্তমানে কিশোরের অবস্থা আশঙ্কাজনকলে জানা গেছে ।
প্রসঙ্গত,আফগানিস্তানে তালিবানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরও এই দলটি দেশের নাগরিকদের ওপর অনেক বিধিনিষেধ আরোপ করেছে।দাড়ি না রাখা এবং ধর্মীয় পোশাক না পরার কারণে তালিবান জঙ্গিরা এর আগে কিছু প্রদেশে যুবকদের বেদম মারধর করেছে। তালিবান কাবুলে বেশ কিছু কিশোরকে পশ্চিমি ধাঁচে চুল কাটার কারণে গ্রেপ্তার করেছে বলে খবর ।।