এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৬ ডিসেম্বর : আফগানিস্তানের এক স্কুল শিক্ষককে হেফাজতে নিয়ে পিটিয়ে মারলো তালিবান জঙ্গিরা । ঘটনাটি আফগানিস্তানের পাঞ্জশির(Panjshir) প্রদেশে ঘটেছে বলে জানা গেছে । নিহত স্কুল শিক্ষকের নাম শামসুল্লা(Shamsullah) । তালিবানরা তাঁকে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (NRF) এর সাথে সহযোগিতা ও সংশ্লিষ্টতা থাকার সন্দেহে কয়েক মাস আগে হেফাজতে নিয়েছিল । রবিবার (৫ ডিসেম্বর ২০২২) তালিবান বাহিনী শামসুল্লার লাশ কাবুলে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে ।
জানা গেছে,নিহত ব্যক্তি পাঞ্জশির প্রদেশের রোখা(Rokha) জেলার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন । তিনি এনআরএফ বা অন্য কোনো মিলিশিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । প্রসঙ্গত,২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর তালিবানরা তাদের বিরোধীদের খতম করতে শুরু করেছে । পাঞ্জশির(Panjshir) প্রদেশের কয়েকশ সাধারণ মানুষকে গ্রেপ্তারের পর নির্যাতন করে হত্যা করেছে তালিবান ।।