এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৮ মার্চ :জাতিসংঘের কাছে একটি খোলা চিঠিতে, ইউরোপ এবং আমেরিকার কিছু নির্বাসিত আফগান সাংবাদিক আফগানিস্তানে তালিবান গোয়েন্দাদের “মুক্ত গণমাধ্যমের সবচেয়ে বড় শত্রু” বলে অভিহিত করেছেন। এই চিঠিতে, তারা আফগানিস্তানে মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের কারণে রবিবার “জাতীয় সাংবাদিক দিবস” উপলক্ষে এই গোষ্ঠীর সাথে সম্পর্কিত তালিবান কর্মকর্তা এবং সংস্থাগুলিকে নিষেধাজ্ঞা জারি করার জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছেন ।
চিঠিতে বলা হয়েছে,’তালিবানরা বাক ও গণমাধ্যমের স্বাধীনতার কেড়ে নিয়েছে ।’
নির্বাসিত আফগান সাংবাদিকরা এবং মত প্রকাশের স্বাধীনতা কর্মীরা আফগানিস্তানে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেটের মিডিয়ার অবস্থা এবং মত প্রকাশের স্বাধীনতার উপর একটি প্রতিবেদন তৈরির দাবি অব্যাহত রেখেছে। তাদের মতে, তালিবানের শাসনে আফগানিস্তানে বাক ও গণমাধ্যমের স্বাধীনতা দমনে তালিবান গোয়েন্দাদের ভূমিকা প্রকাশ করা উচিত।
তালিবান কারাগারে বন্দী সাংবাদিকদের মুক্তি জাতিসংঘের কাছে তাদের অন্যতম দাবি।
উল্লেখ্য, তালিবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর কঠোরভাবে দমন-পীড়ন করছে। আফগান সাংবাদিকদের সংগঠন পূর্বে “জাতীয় সাংবাদিক দিবস” উপলক্ষে ঘোষণা করেছিল যে দেশের গণমাধ্যম এবং সাংবাদিকরা তাদের স্বাধীনতা এবং তাদের মৌলিক ও আইনী অধিকার উপভোগের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের সম্মুখীন হচ্ছে এবং তাদের অধিকার ব্যাপকভাবে লঙ্ঘন করা হয়েছে।।