এইদিন ওয়েবডেস্ক,তাখার(আফগানিস্তান),২৫ জানুয়ারী : তালিবান ক্ষমতায় আসার পরই আফগানিস্তানে ইসলামী শরিয়া শাসন লাগু করেছে । মানবাধিকারকে তোয়াক্কা না করে নিরীহ আফগানিদের নিজেদের ইচ্ছামত সাজা দিচ্ছে তালিবান জঙ্গিরা ৷ আর সেই সাজা দেওয়া হচ্ছে খোলা মাঠের মধ্যে । সাজা দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এলাকার বাসিন্দাদের । আজ বৃহস্পতিবার তালিবানী সাজার মুখোমুখি হয়েছেন তিন মহিলা সহ মোট ১১ জন আফগানি । এবারে ঘটনাস্থল আফগানিস্তানের তাখার প্রদেশ ৷
তাখারের স্থানীয় সূত্র বলছে যে এই প্রদেশের তালিবান আদালত বিভিন্ন অভিযোগে ১১ জনকে বেত্রাঘাত করেছে। আসামিদের মধ্যে তিনজন নারী রয়েছেন। সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক, বাড়ি থেকে পালিয়ে যাওয়া এবং মানুষের সম্পত্তি চুরির অভিযোগ তোলা হয়েছে ।
সূত্রের খবর, তালিবান কর্মকর্তারা তাখারের কেন্দ্র তালেগানের সিটি কোর্টের এলাকায় এই লোকদের বেত্রাঘাত করা হয়েছে ।
তালিবানরা ফিরে আসার পর গত আড়াই বছরে নারীসহ বহু লোককে বেত্রাঘাত ও প্রতিশোধের শাস্তি দিয়েছে। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি সর্বদা তালিবানদের দ্বারা অভিযুক্তদের এই ধরণের শাস্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবে এই দলটি উল্লেখিত পদ্ধতি “শরিয়া” বাস্তবায়নকে বিবেচনা করে এবং মানবাধিকার লঙ্ঘণের অভিযোগকে বিশেষ পাত্তা দেয় না ।।