এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৪ সেপ্টেম্বর : অবশেষে আশঙ্কা সত্যি হল । পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের চিঠির জবাবে তালিবান সাফ জানিয়ে দিয়েছে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার আফগানিস্তানে নেই । আর এতেই প্রমাণ হল সন্ত্রাসবাদের আঁতুর ঘর পাকিস্থান ও আফগানিস্তানের কাছে মাসুদ আজহার ও হাফিজ সঈদের মত কুখ্যাত সন্ত্রাসবাদীরা কতটা মূল্যবান ।
তালিবানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র কাহার বালখি বুধবার বিকেলে একটি টুইট বার্তায় আফগানিস্তানে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের উপস্থিতির কথা অস্বীকার করেছেন । তিনি জানিয়েছেন,তালিবান এমন কোনো সশস্ত্র বাহিনীকে কাজ করতে দেবে না যারা আফগানিস্তানের ভূখণ্ড অন্যদের বিরুদ্ধে ব্যবহার করে ।পাশাপাশি কাহার বালখি পাকিস্থানকে সতর্ক করে বলেছে,ভবিষ্যতে পাকিস্থান যেন এমন ভিত্তিহীন অভিযোগ না করে । অন্যথায় আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে ।
প্রসঙ্গত,পাকিস্তানের বিদেশ মন্ত্রক সম্প্রতি একটি চিঠি পাঠিয়ে তালিবানকে জানিয়েছিল জইশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার বর্তমানে আফগানিস্তানের পূর্বাঞ্চলে রয়েছে । তাকে গ্রেফতারের জন্য চিঠিতে আবেদনও জানিয়েছিল পাকিস্থান । কিন্তু আফগানিস্তানে মাসুদের উপস্থিতির কথা তালিবান অস্বীকার করায় বিশ্বজুড়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । এখন সকলের একটাই প্রশ্ন আফগানিস্তানের ঘাড়ে দোষ চাপিয়ে ব্লাক লিস্টেড হওয়া থেকে বাঁচতে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে ( FATF) কি ধোঁকা দিচ্ছে পাকিস্থান ?