এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৬ আগস্ট : মঙ্গলবার আফগানিস্তানে ক্ষমতায় আসার দ্বিতীয় বছর পূর্তি উদযাপন করেছে তালিবান । এদিকে ক্ষিপ্ত আফগানি মহিলার তালিবানকে ‘বিশ্বের জন্য বিপজ্জনক’ আখ্যা দিয়ে তালিবানের নিন্দায় সরব হয়েছে । আফগান উইমেনস পলিটিকাল পার্টিসিপেশন নেটওয়ার্ক ( Afghan Women’s Political Participation Network) বলেছে যে তালিবানরা মাঠে,আদালতে প্রক্সি যুদ্ধ, গণহত্যা এবং আগ্রাসন তৈরি করে প্রমাণ করেছে যে তারা আফগানিস্তান এবং বিশ্বের জন্য বিপজ্জনক । বেশ কিছু মহিলা মুখে মাস্ক ও শরীরে সাদা কফন জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে । কফনে লেখা ছিল আফগানি ও ইংরাজিতে তালিবান বিরোধী বিভিন্ন শ্লোগান ।
মঙ্গলবার আফগান উইমেনস পলিটিকাল পার্টিসিপেশন নেটওয়ার্ক তালিবান শাসনের দুই বছর পূর্তি উপলক্ষে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে এই দিনে, আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানকে তালেবানের কাছে তুলে দিয়ে দেশের ৩৬ মিলিয়ন মানুষের ভবিষ্যত ধ্বংস করে দিয়েছে ।’ ঘোষণায় বলা হয়েছে,’এই দিনটি একটি অজ্ঞ গোষ্ঠীর কাছে অন্যায়ভাবে ক্ষমতা হস্তান্তর এবং ৩৬ মিলিয়ন নিরীহ আফগান নাগরিকের ভবিষ্যতের স্বপ্ন ও আশার ব্যর্থতার প্রতীক ।’
এদিকে ইসলাবাদে বসবাসকারী অভিবাসীদের পক্ষে “আফগান জনগণের সাথে সংহতি সপ্তাহ” হিসাবে এই দিনটিকে পালন করছে পাকিস্তানের বিক্ষোভকারীরাও । প্রসঙ্গত,২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর মোহাম্মদ আশরাফ গনি আহমদজাই (Mohammad Ashraf Ghani Ahmadzai)কে উৎখাত করে আফগানিস্তানের দখল নেয় তালিবান । তারপর থেকে দেশে একের পর এক নিষেধাজ্ঞা জারি হয় । বিশেষ করে আফগানি মহিলাদের উপর লাগু করা হয় অগনিত ফতোয়া । ফলে বিগত দু’বছরে আফগানি মহিলারা কার্যত নরক যন্ত্রণা ভোগ করছে।।