এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৫ জানুয়ারী : আফগানিস্তানের নানগারহার প্রদেশে দুটি পোড়া মৃতদেহ পাওয়া গেছে ৷ আজ রোববার আফগান ৮ সোবাহ পত্রিকাকে সূত্র নিশ্চিত করে, দুদিন আগে খোগিয়ানী জেলায় এসব লাশ পাওয়া যায়। সূত্র বলছে, এই দুটি লাশ স্থানীয় লোকজন খুঁজে পেয়ে তালিবানদের কাছে হস্তান্তর করেছে।
সূত্র আরও জানায়, দেহ দুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত, এই ঘটনার উদ্দেশ্য এবং কারণ স্পষ্ট করা হয়নি। নানগারহারের স্থানীয় তালিবানরা এ বিষয়ে কিছু জানায়নি।
সাম্প্রতিক মাসগুলোতে নানগারহারের কিছু অংশে রহস্যজনক হত্যাকাণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়েছে ।এই প্রদেশের বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছে যে,ওই ২ ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মেরেছে তালিবান ।।