এইদিন ওয়েবডেস্ক,জাবুল ও হেলমান্দ,২১ মার্চ : আফগানিস্তান দখলের পর থেকে তালিবানের বিরুদ্ধে আন্তর্জাতিক সংগঠনগুলি বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছে । আফগান মহিলাদের উপর একের পর এক কঠোর বিধিনিষেধ জারি করে তাদের জীবন কার্যত নরক বানিয়ে দিয়েছে ওই সন্ত্রাসবাদী সংগঠনটি । পাশাপাশি কারনে অকারণে নিরীহ নাগরিকদের গ্রেফতার করে ব্যাপক হারে খুন করা হচ্ছে বলে মাঝেমধ্যেই খবর পাওয়া যাচ্ছে । এবারে বাদ গেল না ১৬ বছরের এক কিশোরও । গত সোমবার জাবুল প্রদেশের নোবাহার জেলায় ওই কিশোরকে অকারণে গ্রেফতার করে নৃশংসভাবে পিটিয়ে মারার পর দেহ জ্বালিয়ে দেয় তালিবান জঙ্গিরা । মিডিয়া রিপোর্টে জানা গেছে, ওই কিশোরের বাড়ি গজনি প্রদেশে । পারিবারিক অভাবের কারনে সে জাবুল প্রদেশে কাজের খোঁজে গিয়েছিল । কিন্তু তালিবানের নজরে পড়ে যাওয়ায় বেঘোরে প্রাণ চলে গেল কিশোরের ।
অন্যদিকে হেলমান্দ প্রদেশের দক্ষিণ-পশ্চিম আফগানিস্তানে পশতুন সুরক্ষা আন্দোলনের স্থানীয় প্রধান নুর ইল কালিওয়ালকে গ্রেপ্তার করেছে তালিবান জঙ্গিরা । তবে তাঁকে গ্রেফতারের কারণ জানানো হয়নি । এদিকে সোমবার গ্রেফতারের পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি ওই পশতুন নেতার । আশঙ্কা করা হচ্ছে নুর ইলকেও নৃসংশভাবে হত্যা করে মৃতদেহ পাচার করে দেওয়া হয়েছে । প্রসঙ্গত, তালিবানরা সম্প্রতি হেলমান্দ থেকে বিপুল সংখ্যক যুবককে গ্রেপ্তার করেছে । তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও অজানা ।।