এইদিন ওয়েবডেস্ক,হেরাত,২৪ ডিসেম্বর : আফগানিস্তানের হেরাত প্রদেশের বেসরকারি কোর্সে ষষ্ঠ শ্রেণির ওপরে মেয়েদের পড়ালেখা নিষিদ্ধ করেছে তালিবান । একটি চিঠিতে, হেরাতের তালিবান শিক্ষার প্রধান বলেছেন যে হেবাতুল্লা আখুন্দজাদেহের ডিক্রির ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষামূলক কোর্সে ষষ্ঠ শ্রেণির উপরে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। এই চিঠিটি শিক্ষকদের পেশাগত উন্নয়ন অধিদপ্তর, ইঞ্জিল জেলার শিক্ষা অধিদপ্তর, গুজেরেহ জেলার শিক্ষা অধিদপ্তর, তালিবান গোয়েন্দা অধিদপ্তর এবং শিক্ষা কেন্দ্রের ইউনিয়নে পাঠানো হয়েছে । তালিবান কর্মকর্তা হেরাতের শিক্ষা অধিদপ্তরকে এই নিষেধাজ্ঞাকে গুরুত্বের সাথে বাস্তবায়ন করতে বলেছেন।
হেরাতের মেয়েরা বলে যে প্রতিদিন তারা তালিবানদের কাছ থেকে ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা প্রত্যক্ষ করছে।তারা এই পরিস্থিতির সামনে বিশ্বের নীরবতার সমালোচনা করে বলেন,’আন্তর্জাতিক সম্প্রদায় শুধু এসব নিষেধাজ্ঞা দেখছে।’ আগে নারী ও মেয়েদের শিক্ষা এবং অধিকারের উপর ব্যাপক বিধিনিষেধ ছিল, যা ব্যাপক দেশীয় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে ।গত তিন বছরে, তালিবানরা ষষ্ঠ শ্রেণী ও বিশ্ববিদ্যালয়ের উপরে মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করেছে। নারীদের বেসরকারী প্রতিষ্ঠানেও কাজ করাও নিষিদ্ধ। সর্বশেষ ক্ষেত্রে, এক মাস আগে, তালিবান মেয়েদের চিকিৎসা প্রশিক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে । তালিবানের এসব কর্মকাণ্ড দেশীয় ও আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে।।