এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৪ মার্চ : আফগানিস্তানের বাঘলান প্রদেশে নববর্ষ উদযাপনের জন্য ৫ যুবককে গ্রেফতার করেছে তালিবান । শুক্রবার ওই ৫ জনকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে । ধৃতদের মধ্যে তিনজন বারকা জেলার বাসিন্দা এবং বাকি দুইজন নাহরিন জেলার বাসিন্দা। এদের মধ্যে তিনজনের নাম আবদুল কবির, মুজাহিদ ও আবদুল জব্বার হলেও বাকি দুই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রের খবর, যদিও এই লোকেরা নববর্ষ উদযাপন করতে তাদের বাড়িঘর ছেড়েছিল, তালিবানরা প্রতিরোধ ফ্রন্টের সাথে সহযোগিতা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে। উল্লেখ্য যে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর নতুন বছর উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছে। কিছু দিন আগে, এই গোষ্ঠীর জঙ্গিরা বিনোদনমূলক এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাদাখশান, বামিয়ান ও গজনিসহ বিভিন্ন প্রদেশে দেশের বিপুল সংখ্যক নাগরিককে নববর্ষ বা নওরোজ উদযাপন থেকে বঞ্চিত করে এবং তাদের কয়েকজনকে মারধর ।।