এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২২ জুলাই : সম্প্রতি সন্ত্রাসী সংগঠন তালিবানের দ্বারা বিভিন্ন বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল । এই বিষয়ে তালিবানরা সাফাই দিয়েছিল যে ইসলামি শরিয়া আইন মেনেই তারা বাদ্যযন্ত্র পুড়িয়ে নষ্ট করে দিয়েছে । এবারে আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছে,অর্থের বিনিময়ে বিয়ে বাড়িগুলিতে নাচগানের অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে তালিবানরা ।
বলা হচ্ছে যে হেরাত প্রদেশের তথাকথিত তালিবান সদর দফতরের কর্মীরা বিবাহ হলের মালিকদের কাছ থেকে মোটা অর্থ আদায় করে নাচগানের অনুষ্ঠান করার অনুমতি দিচ্ছে । এজন্য তালিবানের এজেন্টরা বিয়ে বাড়ির মালিকদের কাছ থেকে রীতিমতো ৩০,০০০ থেকে ৫০,০০০ আফগান মূদ্রা আদায় করছে বলে খবর ।
প্রসঙ্গত,গত বছর তালিবানের পাবলিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় বিয়ে বাড়িতে বা হোটেলে বিয়ের অনুষ্ঠানে গান বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল । তা সত্ত্বেও গানবাজনার অনুষ্ঠানের জন্য চুটিয়ে মোটা অর্থ রোজগার করে চলেছে হেরাত প্রদেশের তালিবানরা । হেরাতের তালিবানের স্থানীয় কর্মকর্তারা এই বিষয়ে কিছু বলেননি । তবে এর আগেও দেশটির নাগরিকদের কাছ থেকে তালিবান গোষ্ঠীর চাঁদাবাজির খবর পাওয়া গেছে ।।