এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০২ সেপ্টেম্বর : তালিবান তাদের সর্বোচ্চ নেতা হিসাবে মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদার(Mullah Hibatullah Akhundzada) নাম ঘোষণা করল । যার অধীনে একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আফগানিস্তানের সরকার পরিচালনা করবেন । তালিবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য আমুল্লা সামঙ্গানি(Anamullah Samangani) বুধবার টোলো নিউজকে(Tolo News) কে এই খবর দিয়ে বলেন, ‘উনি(আখুন্দজাদা) সরকারের নেতা হবেন এবং এ নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয় ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘“নতুন সরকার সম্পর্কে আলোচনা প্রায় শেষ পর্যায়ে ও মন্ত্রিসভা সম্পর্কে প্রয়োজনীয় আলোচনাও হয়েছে । আমরা যে ইসলামী সরকার ঘোষণা করব তা হবে মানুষের জন্য একটা আদর্শ হবে । সরকারে অনুগত (আখুনজাদা) কমান্ডারের উপস্থিতির বিষয়ে কোন সন্দেহ নেই ।’
উল্লেখ্য, মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা তথাকথিত ‘ঐতিহ্যবাহী মুজাহিদীন মানসিকতা’ বিশিষ্ট । তিনি ধর্মীয় পণ্ডিতদের একটি দলের কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি ২০১৬ সাল থেকে তালিবানের নেতৃত্ব দিচ্ছেন । ওই বছর আমেরিকার ড্রোন হামলায় আখতার মহম্মদ মনসুরের মৃত্যুর পর আখুন্দজাদাকে তাঁর স্থলাভিষিক্ত করা হয় । সোভিয়েত আক্রমণের সময়ে ইসলামি প্রতিরোধে সামিলও হয়েছিলেন আখুন্দজাদা । তবে সেনা কম্যান্ডারের থেকে তিনি ধার্মিক নেতা হিসাবেই বেশি পরিচিত । বিগত তালিবানি সরকারে তিনি দেশের সুপ্রীম কোর্টের সহকারী প্রধান হিসাবেও কাজ করেছেন । এহেন ব্যক্তিত্বকে সামনে রেখে আফগানিস্তানের সরকার গঠন করতে চলেছে তালিবান । আগামী দু’দিনের মধ্যে ইসলামিক আমিরাত নতুন সরকার ঘোষণা করবে বলে জানিয়েছেন তালিবানের রাজনৈতিক কার্যালয়ের নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই । জানা গেছে, ইরানের মডেলের উপর ভিত্তি করে আফগানিস্তানে সরকার গঠন করতে চলেছে তালিবানরা । এমন একটি ইসলামী প্রজাতন্ত্র যেখানে সর্বোচ্চ নেতা হবেন রাষ্ট্রের প্রধান । রাষ্ট্রপতির উর্দ্ধে থাকবে তাঁর ক্ষমতা । রাষ্ট্রের রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব থাকবে সর্বোচ্চ নেতার হাতে ।।