এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৮ অক্টোবর : মেশিন মেরামতির জন্য পাসপোর্ট বিভাগের কাজ বন্ধ রাখার কথা ঘোষণা করল তালিবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় । শুক্রবার রাতে মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছে যে পাসপোর্ট বিভাগের প্রযুক্তিগত ব্যবস্থা এবং সরঞ্জামগুলিতে পরিবর্তনের কথা বিবেচনা করা হচ্ছে যাতে পরিষেবা সরবরাহ প্রক্রিয়া উন্নত করা যায় ।
জানা গেছে,কাবুলে পাসপোর্ট কেন্দ্রীয় কার্যালয় থেকে দৈনিক গড়ে ৪ থেকে ৫ হাজার পাসপোর্ট বিতরণ করা হয় । এতদিন মান্ধাতা আমলের প্রিন্টিং মেশিন ও অনান্য যন্ত্রপাতি দিয়ে দপ্তরের কাজ চলছিল । মেশিনগুলি কার্যক্ষমতা হারিয়ে ফেলার ফলে চুড়ান্ত নাকাল হতে হচ্ছিল দপ্তরের কর্মীদের । এবার ওই মেশিনপত্র মেরামতির উদ্যোগ নিল তালিবান ।
তালিবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে কাজ শেষ না হওয়া পর্যন্ত এবং যন্ত্রপাতি ও মেশিন মেরামত না করা পর্যন্ত পাসপোর্ট বিতরণের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রাহকদের পাসপোর্ট বিভাগে যাওয়া উচিত নয় ।।