এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৯ অক্টোবর : মুসলিম মেয়েদের ধর্মীয় পোশাক হল বোরখা । মেয়েরা নিজেদের শরীর সম্পূর্ণ ঢেকে রাখতে মূল পোশাকের উপর আপাদমস্তক ঢাকা ওই ঢিলেঢালা পোশাকটি ব্যবহার করে । ফলে বোরখার আড়ালে কে আছে এবং তার পোশাকের মধ্যে কি বস্তু লুকানো আছে সেটা সামনের মানুষের পক্ষে বোঝা অসম্ভব । আর এই বোরখা নামক বিশেষ পোশাকের পূর্ণ সদব্যবহার করে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার মালিবাগের ফরচুন শপিং মলের অচিন্ত্য বিশ্বাসের শম্পা জুয়েলার্স থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার এবং ৪০ হাজার টাকা নগদ চুরি করে নিয়ে চম্পট দিল দুই চোর ।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, ‘অন্যান্য সময়ের মতো গত রাতেও দোকান বন্ধ করে বাড়ি যাই। আজ সকালে মার্কেটের দারোয়ানের ফোনে খবর পাই দোকানে চুরি হয়েছে। দোকানে এসে দেখি সর্বস্ব চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা ।’ তিনি বলেন, ‘আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে ৪০০ ভরি ছিল দোকানের স্বর্ণ এবং ১০০ ভরি ছিল বন্ধকির স্বর্ণ। এছাড়া দোকান থেকে নগদ ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।’
ডিএমপি রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন,’আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে তদন্তে গিয়েছিলাম । সম্ভবত গত রাতেই একদল চোর শম্পা জুয়েলার্সের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং দোকানে থাকা বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করেছে। মালিকপক্ষ জানিয়েছে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমরা মার্কেট ও দোকানের আশপাশ এবং দোকানের ভেতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ঘটনাস্থলে সিআইডি টিমও কাজ করছে।’
পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে বোরখা পরা দুই চোর শম্পা জুয়েলার্সের শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করে স্বর্ণালঙ্কার চুরি করে পালায় । দুই চোরের দোকানে ঢোকা আর বের হওয়ার মুহুর্তের ভিডিও রেকর্ড হয়ে যায় সিসিটিভি ক্যামেরায় । স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন যে সিসিটিভি ক্যামেরায় যাতে চেহেরা ধরা না পড়ে সেই কারনেন দুই দুষ্কৃতী বোরখা ব্যবহার করেছিল। তবে চোরেদের পায়ের পাতা দেখে এটা স্পষ্ট যে তারা মহিলা নয়,বরঞ্চ পুরুষ ।।

