এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৪ মার্চ : পথ কুকুর বাড়িতে ঢুকিয়ে ধর্ষণের পর রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে ছিল এক ব্যক্তি । বিষয়টি নজরে পড়ে তাঁর প্রতিবেশী এক সমাজকর্মীর । শেষে ওই সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে পথ কুকুরকে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বাইয়ের পূর্ব শহরতলি শহর আম্বারনাথে । পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম রিজওয়ান শেখ(৪৫) । পুলিশ ধৃতের বিরুদ্ধে আইপিসি ৩৭৭ ধারায় মামলা রজু করে আদালতে তুললে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷
পুলিশ সুত্রে জানা গেছে,আম্বারনাথের সিদ্ধার্থ নগর এলাকায় বাড়ি রিজওয়ান শেখের । তিনি জনমজুরির কাজ করেন । ঘটনাটি ঘটে বুধবার রাতে । ওইদিন কাজ থেকে বাড়ি ফেরার পথে একটি পথ কুকুরকে জোর করে বাড়ির ভিতরে নিয়ে যায় রিজওয়ান ৷ তারপর বাড়ির দরজা বন্ধ করে সে কুকুরটিকে ধর্ষণ করার পর ফের রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ।
এক পুলিশকর্মী জানিয়েছেন,অভিযুক্ত বাড়ির পাশেই বসবাস করেন জনৈক এক সমাজকর্মী । ঘটনাটি সমাজকর্মী ও তাঁর বাড়ির লোকজনের চোখে পড়ে যায় । তাঁরা কুকুরটি যন্ত্রণায় কাতরাতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায় ৷ কুকুরটির চিকিৎসার পর ওই সমাজকর্মী পরের দিন এনিয়ে থানায় এফআইআর দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান । এদিকে এই ঘৃণ্য ঘটনার কথা জানাজানি হতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় । তাঁরা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।।