এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৫ ডিসেম্বর : মালদা জেলার চাঁচল থানার মানিকনগর এলাকায় ৪ বছর আগে ঘটে যাওয়া ৬ বছরের এক মেয়েকে ধর্ষণে অভিযুক্ত তাজামুল হক নামে অভিযুক্ত প্রৌঢ়কে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত । সেই সাথে ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর জানানো হয়েছে ।
পুলিশের ওই পোস্টে লেখা হয়েছে,ঘটনাটি ঘটে ২০২১ সালের ৬ ফেব্রুয়ারী । মালদা জেলার চাঁচল থানার মানিকনগর এলাকায় স্কুলের সামনে খেলছিল ৬ ও ৯ বছর বয়সী দুই ছোট্ট মেয়ে। সুযোগ বুঝে তাদেরই এলাকার বাসিন্দা তাজামুল হক শিশু দুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ৬ বছর বয়সী মেয়েটির ওপর পাশবিক নির্যাতন চালায় সে। ওইদিনই চাঁচল থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করে পরিবার । অভিযোগের ভিত্তিতে মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সুচিত্রা সিংহ ধর্ষক প্রৌঢ়কে গ্রেপ্তার করে । তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করা হয় ।
সম্প্রতি,এই মামলার রায় ঘোষণা হয় । অভিযুক্তকে দোষী সব্যস্ত করে ৫০,০০০ টাকা জরিমানা সহ ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ।।

